জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকার বেসরকারী ভাবে বিজয়ী
- আপডেট টাইম : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ২০৫ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮২২ ভোট। তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শফিকুল আলম এমএসসি (মোটর সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৬৯ ভোট বেশী পেয়ে আল মামুন সরকার বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সোমবার সকাল ৯টা থেকে জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে জেলায় সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।
বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ফলাফলে, নাসিরনগর উপজেলায় আল মামুন সরকার পান ৭১ ভোট ও শফিকুল আলম ৯৬ ভোট, সরাইল উপজেলা আল মামুন সরকার ৫০ ও শফিকুল আলম ৬৯ ভোট, সদর উপজেলায় আল মামুন সরকার ৭৪ ও শফিকুল আলম ৮৮ ভোট, বিজয়নগরে আল মামুন সরকার ৬৯ ও শফিকুল আলম ৬৩ ভোট, আশুগঞ্জে আল মামুন সরকার ৭০ ও শফিকুল আলম ৩৬ ভোট, আখাউড়ায় আল মামুন সরকার ৬৮ ও শফিকুল আলম ১২ ভোট, কসবায় আল মামুন সরকার ৯৮ ও শফিকুল আলম ৪৬ ভোট, নবীনগরে আল মামুন সরকার ১৮৬ ও শফিকুল আলম ৯৭ ভোট এবং বাঞ্ছারামপুর উপজেলায় আল মামুন সরকার পেয়েছেন ১৩৬ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ৪৬ ভোট।