শিক্ষকের শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট টাইম : ০৬:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ২১৮ ৫০০০.০ বার পাঠক
সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক বাবুল শিকদারের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর ও গ্রামবাসীরা। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর ফালু পালোয়ান উচ্চবিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন বিক্ষোভ করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক বাবুল শিকদারের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। এসময় ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার না করা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে তালা ও শিক্ষা কার্যক্রম বন্ধ করার দাবী জানান শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ও চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুসহ কমিটির অন্যান্য সদস্য ও এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে অভিযুক্ত শিক্ষক বাবুলকে গ্রেফতার ও শাস্তির দাবী জানান। এবং কমিটির পক্ষ থেকে তাকে বহিষ্কারের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
অন্যদিকে এ ঘটনায় ফুসে উঠেছেন পুরো গ্রামবাসী। মানববন্ধন শেষে গ্রামবাসী একত্রিত হয়ে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে শিক্ষককে বহিষ্কার ও শাস্তির দাবী করেন।