৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আমতলীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমিতির মানববন্ধন
- আপডেট টাইম : ০৫:৫৯:২৪ অপরাহ্ণ, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরগুনার আমতলী মাইক্রো ও এ্যাম্বুলেন্স পরিবহন মালিক সমবায় সমিতি লিঃ (নিবন্ধন-০২ বিডি) মানববন্ধন করেছে।
আজ (শনিবার) বেলা ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে উপজেলা মাইক্রো ও এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাওলাদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ হেলাল হাওলাদার, মোঃ হাসান. বিধান বাবু ও আরিফুল ইসলাম জামাল প্রমুখ।
মাইক্রো ও এ্যাম্বুলেন্স চালকদের জন্য জাতীয় নীতিমালা, এ্যাম্বুলেন্স আয়করমুক্ত বানিজ্যিক রেজিষ্টেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, এ্যাম্বুলেন্স ও আটসিটের অনুমোদন, সকল হাসাপাতালে পার্কিং সুবিদার দাবীতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার শতাধিক মাইক্রো ও এ্যাম্বুলেন্স মালিকরা অংশ নেয়। মানববন্ধনে বক্তরা অবিলম্বে তাদের এই ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।