সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রীর মৃত্যুতে এলাকাবাসীর বিক্ষোভ মহাসড়ক অবরোধ

গাজীপুর থেকে রাজিব হাসান
- আপডেট টাইম : ০২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২ ৫০০০.০ বার পাঠক
ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ শুরু করে। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাড়ি থামিয়ে অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করেন।
ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার হাসমত আলী বলেন, সে চিকিৎসক তারা সিজার করেছে সে খুব ভালো ডাক্তার। এ পর্যন্ত সে অনেক রোগীর সিজার করছে, এমন কোন ঘটনা ঘটেনি। সিজারের পর রোগীর খিচুনি শুরু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, রোগীর মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থানে চলে আসছি। রোগী ইম্পেরিয়াল হাসপাতালের ৫ম তালায় আইসিউতে চিকিৎসাধীন ছিলো। বিকেল ৪টায় লাভলী আক্তারের মৃত্যু হয়। লাভলীর মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো খবর.......