বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে বললেন, এমপি- ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
- আপডেট টাইম : ০১:৪৮:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
বরগুনা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু-এমপি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় পাঁচ হাজার বই আছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ তাঁর লেখক সত্তার অনন্য পরিচয়ে ভাস্বর।
গ্রন্থ তিনটির বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যায়, তাঁর সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মের জন্যও অনুসরণীয়।
তিনি বলেন, যুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের এমন কোনও মা ছিলেন না, যারা দোয়া করেননি। দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হতে হলে সবাইকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বিষয়।
আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হলে আগে নিজেদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, দেশের জন্য তার আত্মত্যাগ, তার নৈতিকতা ও সততা, মানুষের জন্য তার অগাধ ভালোবাসার কথা জানতে হবে সে লক্ষ্যে বঙ্গবন্ধুর নিজের লিখিত ‘অসমাপ্ত
আত্মজীবনী’ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান লিখিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ বঙ্গবন্ধুকে জানার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানার জন্য শিক্ষক শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষের মাঝে এসব বই ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিতভাবে এসব বই পড়ার পাঠচক্র ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সঠিকভাবে অবদান রাখতে পারবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে।