কসবায় ৫০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:১৫:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ কেজি গাঁজাসহ গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে একজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের গোলাপ খাঁর ছেলে মো. রাব্বী খাঁ (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে ৫০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি বস্তায় রাখা ৫০ কেজি গাঁজাসহ রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আটককৃত রাব্বি কসবার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে।