গাজীপুরের কোনাবাড়ী নির্মাণাধীন ভবনের পানির হাউজে শিশুর মৃত্য

- আপডেট টাইম : ০৩:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের নির্মাণাধী ভবনের পানির হাউজ থেকে হামিদুল (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূএে জানা যায়, মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে হামিদুল নামের এক শিশু বাসা থেকে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না মিললেও সকালে স্থানীয়রা ওই এলাকার হাবিবের নির্মানাধীন ভবনের হাউজের ভিতরে লাশ ভেসে ওঠতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে।
নিহত হামিদুল মুন্সিগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে। নিহত হামিদুল বাবা-মায়ের সাথে জরুন এলাকার সেলিম হাজির বাড়িতে ভাড়া থাকে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে