গাজীপুরে কমিশনারগনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়

- আপডেট টাইম : ১২:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৯১ ৫০০০.০ বার পাঠক
অদ্য ০৩/০৯/২০২২ ইং জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে জিএমপি হেডকোয়ার্টার্সে জিএমপিতে নব যোগদানকৃত উপ-পুলিশ কমিশনারগনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় নব যোগদানকৃত উপ-পুলিশ কমিশনারগনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
উক্ত অনুষ্ঠানে নব যোগদানকৃত উপ-পুলিশ কমিশনারগনদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম সম্পর্কে ব্রিফ দেওয়া হয়।
পুলিশ কমিশনার মহোদয় সকলকে নিষ্ঠা এবং সততার সাথে জনগনের সেবায় নিয়োজিত হওয়ার জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় বলেন ‘আপনি যদি পুলিশ না হয়ে সাধারণ জনগন হতেন তবে পুলিশের কাছে যে সেবা প্রত্যাশা করতেন সে সেবাটাই জনগনকে দেন’।
উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গন সহ জিএমপি’র সকল উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।