ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী
- আপডেট টাইম : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ৫৩১ ৫০০০.০ বার পাঠক
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিহীন অনিয়ম-দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অপপ্রচারের অভিযোগ তুলে টঙ্গী পূর্ব থানায় ২০ জনকে আসামি করে একটি সাধারন ডাইরি দায়ের করা হয়েছে। গত ২৩ আগষ্ট মঙ্গলবার রবিউল আলম নামে এক ব্যক্তি এই সাধারন ডাইরি দায়ের করেন।(যার নং ১৪১৩)
অভিযোগ পত্রে রবিউল জানান, আজীবন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তকৃত মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করাকালিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করে, যা ইলেকট্রনিক্স মিডিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শেখ মুজিব প্রেমিকগণ জাগ্রত হয়ে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন আন্দোলনে ছড়িয়ে পড়ে। যার ফলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সাধারণ সদস্য পদ থেকে জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য বহিষ্কার করেন এবং স্থানীয় মন্ত্রণালয় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে মেয়র পদ থেকে বরখাস্ত করেন। অতঃপর ইং-২৫/১১/২০২১ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আসাদুর রহমান কিরণ দায়িত্ব ভার দেওয়া হয়। আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে যখন কাজ শুরু কওে যাচ্ছেন। তখন আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তকৃত জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এর সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রতিপক্ষ মনে করছে এবং নানা ভাবে উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাচ্ছে। যার অংশ হিসাবে সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের ইন্ধনে তার ঘনিষ্ঠ কতিপয় ব্যাক্তিবর্গ গত কিছুদিন যাবৎ নানা কুচ্ছা ও মিথ্যা রটাচ্ছে। দৈনিক আজকের আলোকিত সকাল এর হয়ে রিপোর্টার এইচ এম ইমরান মাজহার, ইমন খান (জানালিস্ট), তথ্য প্রযুক্তিবিদ ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর কবির, মোঃ জুয়েল মোল্লা, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক সচিব মোঃ আরিফুল ইসলাম রুবেল, রনি মণ্ডল, সাংবাদিক বিপ্লব বৈরাগী, মিয়া নুরুল আলম নুরু, জাহাঙ্গীর আলম সাংস্কৃতিক পরিষদ ও পাঠাগারের সদস্য ইমরান ফয়সাল, আনোয়ার হোসেন এম এ, মা-মনি নৃত্যকলা স্কুলের এর সুমন চৌধুরী, মহসিন হাবিব ছুয়েল, অর্ণব আফরিন সাইফ, রাকিবুল হাসান শান্ত, এম.ডি রাজিব (তরিকুল ইসলাম),ইসরাফিল হোসেন টিক্কা খান, আলহাজ্ব মোখলেছুর রহমান খান, রায়হান আলী (নীল রহমান), মহিউদ্দিন রিপন, মইনুল হোসেন মোল্লা মইন সহ আরো অজ্ঞাতনামা লোকজন বর্তমান ভারপ্রান্ত মেয়র এর বিরুদ্ধে ফেইসবুক, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অপপ্রচার মিথ্যা, বিত্তহীন , বানোয়াট তথ্য প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে। দুস্কৃতিকারীগণ কর্তৃক উত্থাপিত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যাহা ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করছে যাহা সম্পূর্ণ পরিকল্পিত। আমি সচেতন নাগরিক হিসাবে আসাদুর রহমান কিরণ এর বিরুদ্ধে এহেন অপপ্রচার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। জনাব আসাদুর রহমান কিরণ একজন করদাতা এবং সরকারের সব ধরনের বিধি বিধান মেনে ব্যবসা পরিচালনা করেন। তিনি দেশের সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ এবং বিভিএমইএ’এর সদস্য। তিনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী।
টঙ্গী পূর্ব থানার ওসি মো.জাবেদ মাসুদ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশের একাধিক সাইবার টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।