নাজিরপুরে ২১ শে আগষ্ট উপলক্ষে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
- আপডেট টাইম : ০৭:০৬:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২
- / ২৪৩ ৫০০০.০ বার পাঠক
২১ শে আগষ্ট রবিবার সকাল ১০ ঘটিকায় নাজিরপুর উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, সদস্য উপজেলা আওয়ামিলীগ, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার নাজিরপুর উপজেলা শাখা এর সভাপতিত্বে পালন করা হয় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে দোয়া ও আলচনা সভা,
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ ম রেজাউল করিম, এম পি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ ও সকল অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা করা হয়, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট জাতীকে কলংকিত করেছিলে জিয়াউর রহমান আর ২০০৪ এর ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করেছিলো তারেক জিয়া, বাংলাদেশের রাজধানী ঢাকায় ২০০৪ সালের ২১শে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার দায়ে তৎকালীন সরকারের দু ‘জন মন্ত্রীসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলো ঢাকার একটি আদালত।
লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু ছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য।
এছাড়া, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ ১৯ জন অভিযুক্ত।
২০১৮ সালের অক্টোবরে মাসে ওই রায় দেয়া হয়েছিল।
মন্ত্রী আরও বলেন শোক কে শোক নয় শক্তিতে রুপান্তরিত করতে হবে, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ আন্দোলন করে চলছে তারা এ দেশের জনগন তার উপযুক্ত জবাব দিয়ে দিবে।
১৫ ই আগষ্ট ও ২১ শে আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।