সংবাদ শিরোনাম ::
ঠাকুরভোগ গ্রামে বন্যার্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট টাইম : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ২০৫ ৫০০০.০ বার পাঠক
লন্ডন প্রবাসী শেখ জালাল উদ্দিন এর সৌজন্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।
৭ আগস্ট রবিবার লন্ডন প্রবাসী শেখ জালাল উদ্দিনের নিজ গ্রামের বাড়িতে ৪০০ বন্যার্ত পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়নে ছিলেন, ঠাকুরভোগ গ্রামের, আলমগীর মিয়া, মানিক মিয়া, আবুল মিয়া, স্বপন মিয়া ও হযরত আলী। তাদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়নে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বানভাসি অসহায় বন্যার্ত মানুষদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী’র তালিকায় ছিলো, চাল, ডাল,আলু,
পেঁয়াজ, তেল ও বিসকুট।
বিতরণ শেষে আলমগীর মিয়া বলেন, আমার চাচাতো ভাই লন্ডন প্রবাসী শেখ জালাল উদ্দিন এর সৌজন্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে, ভবিষ্যতে বন্যার্তদের সাহায্যার্থে আরো অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে আমার চাচাতো ভাই লন্ডন প্রবাসী শেখ জালাল উদ্দিন ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র। তিনি বলেন, আমরা বঞ্চিত বন্যার্তদের সেবায় আমাদের বিত্তবান দেশী ও প্রবাসী সকল সুহৃদদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবাণ জানাচ্ছি।
আরো খবর.......