নাসিরনগর বাজারে আব্দুল্লাহ মার্কেটে দুই কাপড় দোকান চুরি

- আপডেট টাইম : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা সংলগ্ন পশ্চিম পার্শ্বে আব্দুল্লাহ মার্কেটে সঞ্জিত দেবের রঞ্জীত বস্ত্র বিতানে ও শ্যামল দাসের কাপড় দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।১ লা আগষ্ট ২০২২ রোজ সোমবার গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।সকালে খবর পেয়ে দোকান মালিকরা বাজারে এসে তাহাদের দোকান খুলে দেখতে পেয়ে জানায় রাতে তাহাদের দোকান হইতে নগদ ২৭ হাজার টাকা এবং অনুমান প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা মুল্যের কাপড় চুরি হয়েছে বলে জানান কাপড় ব্যবসায়ী সঞ্জিত দেব। একই মার্কেটের আঁখি বস্ত্র বিতানের মালিক শ্যামল দাস জানান তার কাপড় দোকান থেকে রাতে নগদ ৭ হাজার টাকা ও কাপড় চুরি হয়েছে।ব্যাবসায়ীরা জানায় ঘরের চালের টিনকেটে চোর ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে নাসিনগর সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস ঘটনাস্থল পরিদর্শণ করে চুরির বিষয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে।তবে এ ঘটনায় এখনো থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি বলে থানা সুত্রে জানা গেছে।