আত্রাইয়ে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় জরিমানা
- আপডেট টাইম : ০১:৫৬:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় অভিযান চালিয়ে দুই দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৪ জুলাই) রাত সারে ৮ টার সময় উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই জরিমানা করা হয়।
বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের সারাদেশে রাত ৮ টার পরে দোকান, শপিংমল, বিপনী বিতান, মার্কেট, কাঁচা বাজার খোলা না রাখার নির্দেশ রয়েছে। এই নির্দেশনা না মেনে অঞ্জলি জুয়েলার্স ও রাসেল কসমেটিকস এই দুই দোকান খোলা রাখায় দোকান মালিকদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি আরো বলেন, আইন অমান্য করে নির্দিষ্ট সময়ের বাহিরে যেসব ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছে তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। এবং পরবর্তীতে তারা সংশোধিত না হলে, কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।