আত্রাইয়ে নৈশপ্রহরীকে বেঁধে দোকান চুরি
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2022/06/Photo_Training-organized-to-explore-ways-for-attracting-more-climate-funding-to-local-levels_3-12-scaled.jpg)
- আপডেট টাইম : ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ২১৫ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৭ টি দোকানে চুরি ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাতে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা বাজারে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, এ বাজারে কীটনাশক, মুদি, ফেক্সিলোড, গার্মেন্টস সহ ৭ টি দোকানের মালামাল ও নগদ টাকা সহ প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
জনবহল বাজারটিতে দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে দোকানে এমন চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।
সুদরানা বাজার সমিতির সভাপতি এস. এম. খাজহারুল বলেন, প্রতি রাতের মতো গত রাতেও দুই জন নৈশপ্রহরী বাজারের দোকানগুলো পাহারা দিচ্ছিল। গভীর রাতে চোরেরা এসে দুই জন নৈশপ্রহরীকে হাত মুখ বেঁধে রেখে বাজারের ৭ টি দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল ফোর্স পাঠনো হয়েছে এবং তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্ৰহন করা হবে।