গরু মরাকে কেন্দ্র করে প্রতিবন্ধী কেয়ারটেকারকে মারধর
- আপডেট টাইম : ১১:৪০:১৯ পূর্বাহ্ণ, রবিবার, ৮ মে ২০২২
- / ৩১৪ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডে সালাম হাজীর কলোনির পাশে একটি গরু মারা যাওয়াকে কেন্দ্র করে সালাম হাজীর ম্যানেজার শারীরিক প্রতিবন্ধী মুন্নাত আলী কে মারধরের অভিযোগ উঠেছে। গত ২৯/০৪/২০২২ ইং তারিখে বিকেলে সালাম হাজীর কলোনির পাশের উঠানে একটি গরু মারা যাওয়ায় সালাম হাজীর বাড়ীর লোকজনকে সন্দেহ করেন এবং বিকেল আনুমানিক ৫ঃ ৩০ মিনিটের দিকে গরুর মালিকের লোকজন মোঃ আমিনুল ইসলাম (৩০) , হাজী মোঃ সিরাজ (৬৫) , রব্বানী (৪৫) এবং আরও অজ্ঞাত ২/৩ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ম্যানেজার মুন্নাত কে সালাম হাজীর বাড়ীর ৩য় তলায় নিয়ে যায় এবং হাজী সিরাজের নির্দেশনায় উল্লেখিত ব্যক্তিরা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে পরে কেয়ারটেকার মুন্নাতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে কেয়ারটেকার মুন্নাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভর্তি করা হয় কিছুটা সুস্থ হওয়ার পর কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি তদন্ত শেখ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান থানায় একটি অভিযোগ হয়েছে , আমরা প্রাথমিক তদন্ত করেছি এবং মেডিকেলের সার্টিফিকেটের হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগী মুন্নাত আলী সর্বোচ্চ বিচারের দাবি জানান এবং তিনি আরও বলেন আমার বাড়ীর মালিকের বাসা ভাড়া আমি উত্তোলন করে আমার প্যান্টের ডান পকেটে ৮০,০০০ (আশি) হাজার এবং বাম পকেটে থাকা ৪৩,০০০ ( তেতাল্লিশ) হাজার টাকা মারধরের সময় ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে হাজী সিরাজ মারামারির ঘটনা অস্বীকার করেন।এ ব্যাপারে বাড়ীর মালিক সালাম হাজীর সাথে কথা বললে তিনি জানান, আমার ম্যানেজার একজন শারীরিক প্রতিবন্ধী যখন আমি জানতে পারি তাকে মারধর করেছে তখনি আমি কাশিমপুর থানায় অবগত করি এবং ৪ নং ওয়ার্ডের বিট পুলিশের ইনচার্জ উপ – পুলিশ পরিদর্শক মোশাররফ ঘটনাস্থলে আসেন এবং তার সাথে কথা বলে আমি ম্যানেজার কে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠাই।