ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
বিসমিল্লাহির রাহমানির ২৯ নভেম্বর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামী চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ ভারতের উদ্বেগ নিয়ে পিনাকীর পোস্ট আবারও হাসনাতের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট মহানবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি করে ফেইসবুক লাইভে ক্ষমা চাইলেন সিংগার পোজা গোপ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার

মোংলায় ভূমিদস্যু আব্বাস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ২৯০ ৫০০০.০ বার পাঠক

ওমর ফারুক : মোংলা শিল্প অঞ্চলের দিগরাজ এলাকায় চিহিত ভূমিদস্যু আব্বাস
বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অসংখ্য মামলা ও অভিযোগ
থাকার পরও থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। আইন প্রয়োগকারী সংস্থাকে
তোয়াক্কা না করে চলমান ভূমি দস্যুদের কর্মকান্ড এলাকার সংখ্যালঘু
পরিবারগুলো ভীত সম্মত। মামলা ও এলাকাবাসী সূএে জানা যায় যে, মোংলা
কোস্টগার্ড অফিসের দক্ষিন পাশে সবুজ দাস (৩৫) সজল দাস (৪০) এর জমি রয়েছে।
সংখ্যালঘু এই পরিবারের জমির উপর নজর পড়ে এই ভূমি গ্রাসী আব্বাস জোমাদ্দার
(৫০) সিদ্দিক জোমাদ্দার (৪০) ও ইদ্রিস জোমাদ্দার (৩৫) গংদের। বিভিন্ন সময়
আব্বাস গং ভূয়া কাগজ তৈরী করে এই জমি দখলে নিতে চায়। এ নিয়ে আদালতে
কয়েকটি মামলা সবুজ দাস ও সজল দাসদের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস
গংরা নানা ভাবে সংখ্যালগু পরিবারটিকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
সংখ্যালঘু পরিবারটি এলাকায় গন্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি ও আইন শৃংখলা
বাহিনীর কাছ থেকে কোন প্রতিকার পায়নি বলে এলাকাবাসী জানান। গত শনিবার রাত
সাড়ে ৩ টার দিকে আব্বাস, সিদ্দিকও ইদ্রিস গংরা প্রায় ৪০ জনের একটি দল
দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে সবুজদের জমির উপর। সন্ত্রাসীদের
তান্ডব লীলায় পুরো এলাকায় আতংক ছড়িয়েছে। লোকজন বাড়ী ঘর ছেড়ে দিকবেদিক
ছোটাছুটি করতে থাকে। এর মধ্যেই সন্ত্রাসীরা সবুজ দাস ও সজল দাসের জমির
সীমানা ভেঙে ফেলে এবং তাদের একটি ঘর ভাংচুর করে। ভোর বেলায় এলাকাবাসীর
প্রতিরোধের মুখে আব্বাস গংরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সবুজ ও তার
পরিবারবর্গ জায়গাস্থলে আসলে সন্ত্রারাসীরা পুর্নরায় সবুজ পরিবারের উপর
হামলা করে। এসময় সন্ত্রারাসীরা সবুজের বৃদ্দা মা সহ কয়েক জনকে লাঠি ও
লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মহিলাদের শ্লীহানী ঘটায়। আহতদের
কয়েকজন মোংলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রথম দফা হামলার সময়ে
আব্বাস গংরা সবুজ ও সজলের জমিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার নির্মান
সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়, ঘটনার সময় আব্বাস গংরা পুরো এলাকায় এাসের সৃষ্টি
করে । এদের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলার সাহস পায়না। এই ঘটনায় সবুজদাস
বাদী হয়ে মোংলা থানায় ১৬/০৪/২২ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং
১৩। মামলায় আসামী ৬ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মোংলা থানার ওসি
মনিরুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা প্রকাশ রায় বলেন, মামলাটি তদন্তধীন।
অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। দিগরাজ এলাকায় আর কোন আইন শৃংখলার
অবনতি না ঘটে পুলিশ সে ব্যাপারে সজাগ রয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোংলায় ভূমিদস্যু আব্বাস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট টাইম : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২

ওমর ফারুক : মোংলা শিল্প অঞ্চলের দিগরাজ এলাকায় চিহিত ভূমিদস্যু আব্বাস
বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অসংখ্য মামলা ও অভিযোগ
থাকার পরও থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। আইন প্রয়োগকারী সংস্থাকে
তোয়াক্কা না করে চলমান ভূমি দস্যুদের কর্মকান্ড এলাকার সংখ্যালঘু
পরিবারগুলো ভীত সম্মত। মামলা ও এলাকাবাসী সূএে জানা যায় যে, মোংলা
কোস্টগার্ড অফিসের দক্ষিন পাশে সবুজ দাস (৩৫) সজল দাস (৪০) এর জমি রয়েছে।
সংখ্যালঘু এই পরিবারের জমির উপর নজর পড়ে এই ভূমি গ্রাসী আব্বাস জোমাদ্দার
(৫০) সিদ্দিক জোমাদ্দার (৪০) ও ইদ্রিস জোমাদ্দার (৩৫) গংদের। বিভিন্ন সময়
আব্বাস গং ভূয়া কাগজ তৈরী করে এই জমি দখলে নিতে চায়। এ নিয়ে আদালতে
কয়েকটি মামলা সবুজ দাস ও সজল দাসদের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস
গংরা নানা ভাবে সংখ্যালগু পরিবারটিকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
সংখ্যালঘু পরিবারটি এলাকায় গন্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি ও আইন শৃংখলা
বাহিনীর কাছ থেকে কোন প্রতিকার পায়নি বলে এলাকাবাসী জানান। গত শনিবার রাত
সাড়ে ৩ টার দিকে আব্বাস, সিদ্দিকও ইদ্রিস গংরা প্রায় ৪০ জনের একটি দল
দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে সবুজদের জমির উপর। সন্ত্রাসীদের
তান্ডব লীলায় পুরো এলাকায় আতংক ছড়িয়েছে। লোকজন বাড়ী ঘর ছেড়ে দিকবেদিক
ছোটাছুটি করতে থাকে। এর মধ্যেই সন্ত্রাসীরা সবুজ দাস ও সজল দাসের জমির
সীমানা ভেঙে ফেলে এবং তাদের একটি ঘর ভাংচুর করে। ভোর বেলায় এলাকাবাসীর
প্রতিরোধের মুখে আব্বাস গংরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সবুজ ও তার
পরিবারবর্গ জায়গাস্থলে আসলে সন্ত্রারাসীরা পুর্নরায় সবুজ পরিবারের উপর
হামলা করে। এসময় সন্ত্রারাসীরা সবুজের বৃদ্দা মা সহ কয়েক জনকে লাঠি ও
লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মহিলাদের শ্লীহানী ঘটায়। আহতদের
কয়েকজন মোংলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রথম দফা হামলার সময়ে
আব্বাস গংরা সবুজ ও সজলের জমিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার নির্মান
সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়, ঘটনার সময় আব্বাস গংরা পুরো এলাকায় এাসের সৃষ্টি
করে । এদের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলার সাহস পায়না। এই ঘটনায় সবুজদাস
বাদী হয়ে মোংলা থানায় ১৬/০৪/২২ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং
১৩। মামলায় আসামী ৬ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মোংলা থানার ওসি
মনিরুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা প্রকাশ রায় বলেন, মামলাটি তদন্তধীন।
অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। দিগরাজ এলাকায় আর কোন আইন শৃংখলার
অবনতি না ঘটে পুলিশ সে ব্যাপারে সজাগ রয়েছে।