নাসিরনগরে দুই হাজান টাকা চাঁদার দাবীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত
- আপডেট টাইম : ১০:১০:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।।
ব্রাহ্মণবকড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা,(রানিয়াচং) গ্রামের মাছ ব্যবসায়ী জব্বর মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান( ৩৫) কে মাত্র ২ হাজার টাকা চাঁদার দাবীতে পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা।এ সময় তারা হাবিবুর রহমানের পকেটে থাকা ব্যবসার ৫০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল অনুমান ৫ ঘটিকার সময় রানিয়াচং মোড়ে। আহত হাবিবুর রহমান সহ প্রত্যক্ষদর্শীরা জানায়,গ্রামের মজু ভূইয়ার ছেলে মোঃ শেরে বাংলা (২২) ও তার সহযোগী রেকত আলী ভূইয়ার ছেলে মোঃ হোসাইন (১৯) দীর্ঘদিন যাবৎ মাছ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানের কাছে প্রতি সপ্তাহে দুই হাজার করে চাঁদার টাকা দাবী করে আসছে।ঘটনার সময়ে শেরে বাংলা ও হোসাইন হাবিবুর রহমানের কাছে গিয়ে ২ হাজার টাকা দাবী করে।এ সময় তাদের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করা মাত্রই তারা হাবিবুর রহমানের উপর হামলা করে দেশীয় ভারী অস্ত্রদিয়ে পিটিয়ে মাথায় ও সারা শরীরে মারাত্বক ভাবে আহত করে।তাদের পিটুনীতে হাবিবুরের সামনের দুটি দাঁতও নড়ে যায়।
পরে প্রতিবেশীরা আহত হাবিবুর রহমানকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান।হাবিবুর রহমান সহ স্থানীয়রা জানান,শেরেবাংলার দাদা লাল বাদশা ছিল এলাকার একজন কুখ্যাত ডাকাত।