সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে আবাসিক এলাকায় অবৈধ এপোলো টায়ার কারখানা. (পর্ব-১)
- আপডেট টাইম : ১১:১১:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড সংলগ্ন মুক্তিনগর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে এপোলো টায়ার কারখানা.সরজমিনে এপোলো টায়ার কারখানায় পরিদর্শনে গিয়ে দেখা যায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধ তিতাস গ্যাস সংযোগ ব্যবহার করে পরিবেশের ছাড় পত্র ছাড়া এপোলো টায়ার কারখানা পরিচালনা করেন মালিক মোঃ হান্নান.এ-ই সকল অভিযোগ এর বিষয়ে জানতে এপোলো টায়ার কারখানায় মালিক মোঃ হান্নান এর মোবাইলে জানতে চাওয়া হয় যে আবাসিক এলাকায় সরকারী ভাবে বিধিনিষিধ আছে কারখানা স্থাপন করা আপনি কি ভাবে আবাসিক এলাকায় কারখানা স্থাপন করলেন এবং সরকারী ভাবে অনুমতির কি কাগজ পত্র আছে,এই প্রশ্নের জবাবে মোঃ হান্নান এ-ই প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করে.পরবর্তীতে শওকত নামে এক সাংবাদিক দিয়ে এই প্রতিবেদকের মোবাইলে ফোণ দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করে এবং আপোষ করার চেষ্টা করেন.দৈনিক সময়ের কন্ঠ এর অনুসন্ধানে আরও জানা যায় দীর্ঘদিন থেকে ভারতীয় এপোলো টায়ার এর হুবহু নকল করে বাজারজাত করে আসছেন মোঃ হান্নান.আবাসিক এলাকায় অবৈধ এপোলো টায়ার কারখানা স্থাপনের কারণে আবাসিক এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে,,(অনুসন্ধান অব্যাহত বিস্তারিত ২য় পর্বে)