ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে ভুয়া আসামি হাজির করে জামিনের অভিযোগ মঠবাড়ীয়ায় আলহাজ্ব রুহুল আমিন দুলাল ভাই ও দেশ নেএী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায়,,,, সংক্ষিপ্ত আলোচনা মিলাদ ও দোয়া অনুস্ঠান সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ জানুয়ারি বিমানবন্দরে মা খালেদা জিয়াকে আলিঙ্গন তারেক রহমানের মোংলা কোস্টগার্ডের অভিযানে ১১কেজি হরিণের মাংসসহ ৬ চোরাকারবারী আটক আজমিরীগঞ্জে সরকারি জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা পাকা দেয়াল ভেঙ্গে দিয়েছে ভূমি প্রশাসন রোগ নিরাময়ে শব্দের প্রয়োগ ও প্রয়োজনীয়তা হিলফুল-ফুযুল যুবসংঘের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন ভারতে পাচারকালে বিরামপুর সীমান্তে ৩ পাচারকারী সহ বিজিবি কতৃক আটক ৮ কালিয়াকৈরে মার্কেট দখলের চেষ্টার বিএনপির বিরুদ্ধে অভিযোগ, প্রাণনাশের হুমকির আতঙ্কে মালিক

সুন্দরবনে ঠাই হলো জেলের জালে আটকে পড়া পদ্ম গোখরা সাপের

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:৪৯:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ২৫৭ ৫০০০.০ বার পাঠক

ওমর ফারুক।।

জেলের মাছ ধরা জালে ধরা/আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকেলে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরছিলেন। তখন ওই জেলের জালে একটি পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ প্রজাতির বিষধর সাপ ধরা পড়ে। পরে ওই জেলের জালে আটকে পড়া সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে সেটিকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে (পূর্ব সুন্দরবন বিভাগ সদর দপ্তর) দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের দেয়া খবরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সোমবার সাপটি নিয়ে দুপুরেই করমজলের বনের অভ্যন্তরে অবমুক্ত করেন। আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ। এ সাপটি লম্বা ৫ ফুট বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কোন প্রাণীই অযথা কেউকে আক্রমণ করেনা, যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়। সাপ হলেও এ প্রাণী পরিবেশের ইকোসিস্টেমেরই অংশ। তাই ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাপসহ কোন প্রাণীই না মেরে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে তার প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেউ কোথাও কোন বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোন প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদেরকে জানাবেন তাতে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনে ঠাই হলো জেলের জালে আটকে পড়া পদ্ম গোখরা সাপের

আপডেট টাইম : ১১:৪৯:২০ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ মার্চ ২০২২

ওমর ফারুক।।

জেলের মাছ ধরা জালে ধরা/আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকেলে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরছিলেন। তখন ওই জেলের জালে একটি পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ প্রজাতির বিষধর সাপ ধরা পড়ে। পরে ওই জেলের জালে আটকে পড়া সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে সেটিকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে (পূর্ব সুন্দরবন বিভাগ সদর দপ্তর) দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের দেয়া খবরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সোমবার সাপটি নিয়ে দুপুরেই করমজলের বনের অভ্যন্তরে অবমুক্ত করেন। আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ। এ সাপটি লম্বা ৫ ফুট বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কোন প্রাণীই অযথা কেউকে আক্রমণ করেনা, যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়। সাপ হলেও এ প্রাণী পরিবেশের ইকোসিস্টেমেরই অংশ। তাই ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাপসহ কোন প্রাণীই না মেরে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে তার প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেউ কোথাও কোন বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোন প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদেরকে জানাবেন তাতে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।