ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে? শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’ ১২ লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবনে ঠাই হলো জেলের জালে আটকে পড়া পদ্ম গোখরা সাপের

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৩০৭ ১৫০০০.০ বার পাঠক

ওমর ফারুক।।

জেলের মাছ ধরা জালে ধরা/আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকেলে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরছিলেন। তখন ওই জেলের জালে একটি পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ প্রজাতির বিষধর সাপ ধরা পড়ে। পরে ওই জেলের জালে আটকে পড়া সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে সেটিকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে (পূর্ব সুন্দরবন বিভাগ সদর দপ্তর) দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের দেয়া খবরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সোমবার সাপটি নিয়ে দুপুরেই করমজলের বনের অভ্যন্তরে অবমুক্ত করেন। আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ। এ সাপটি লম্বা ৫ ফুট বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কোন প্রাণীই অযথা কেউকে আক্রমণ করেনা, যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়। সাপ হলেও এ প্রাণী পরিবেশের ইকোসিস্টেমেরই অংশ। তাই ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাপসহ কোন প্রাণীই না মেরে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে তার প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেউ কোথাও কোন বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোন প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদেরকে জানাবেন তাতে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনে ঠাই হলো জেলের জালে আটকে পড়া পদ্ম গোখরা সাপের

আপডেট টাইম : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

ওমর ফারুক।।

জেলের মাছ ধরা জালে ধরা/আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকেলে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরছিলেন। তখন ওই জেলের জালে একটি পদ্ম গোখরা/খৈয়া গোখরা সাপ প্রজাতির বিষধর সাপ ধরা পড়ে। পরে ওই জেলের জালে আটকে পড়া সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে সেটিকে উদ্ধার করে বনবিভাগের বাগেরহাট বিভাগীয় দপ্তরে (পূর্ব সুন্দরবন বিভাগ সদর দপ্তর) দিয়ে আসেন। এরপর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের দেয়া খবরে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কর্মকর্তা আজাদ কবির সোমবার সাপটি নিয়ে দুপুরেই করমজলের বনের অভ্যন্তরে অবমুক্ত করেন। আজাদ কবির বলেন, সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ। এ সাপটি লম্বা ৫ ফুট বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কোন প্রাণীই অযথা কেউকে আক্রমণ করেনা, যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়। সাপ হলেও এ প্রাণী পরিবেশের ইকোসিস্টেমেরই অংশ। তাই ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাপসহ কোন প্রাণীই না মেরে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে তার প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেউ কোথাও কোন বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোন প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদেরকে জানাবেন তাতে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।