ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ
- আপডেট টাইম : ০৯:২০:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে জেলা স্কুল বড়মাঠে টিসিবির পন্য বিতরণকালে অনিয়নের কথা তুলে ধরেন স্থানীয়রা।
পৌর কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী টিবিসির পন্য বিতরণ করার কথা থাকলেও তার তিন ঘন্টা পর শুরু হয় পন্য বিতরণ। পন্য বিতরণের সময় দেখা যায় নিম্ন ও মধ্য বৃত্ত পরিবারকে কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অর্ন্তভুক্ত করা হয় বৃত্তবানদের।
প্রত্যেক কার্ডধারিকে তেল, ডাল ও চিনি প্রদান করা হয়। এসময় ইটভাটা মালিক, সরকারি চাকুরিজীবী, দ্বিতল ভবনের মালিকরা কার্ডের মাধ্যমে এসব পণ্য তুলছেন। গেল ২০ মার্চ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্ডধারিদের টিসিবি পন্য বিতরণ শুরু হয়।
তালিকায় অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পন্য বিতরণ পরিদর্শনে এসে সংশ্লিস্টরা তা স্বীকার করে পরবর্তিতে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার কথা জানান।
পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকার জানান, হয়তো কোনভাবে ভুল হয়েছে সে কারনে বৃত্তবানরা মালামাল পাচ্ছে। ইচ্ছাকৃত আমরা তা করিনি বলে জানান তিনি।
এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, অল্প সময়ে তারা হুড়া করতে গিয়ে তাদের নাম তালিকাভুক্ত এসেছে। পরবর্তিতে সেই নামগুলো যাচাই বাছাই করে বাতিল করা হবে।