দুই মোটরসাইকেল সহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০১:৫৪:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ৩৮৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার:- আশিক।।
গাজীপুরে দুইটি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। গত রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাইমহাটি গ্রামের মৃত্যু অনিল মালাকার এর ছেলে গোলাপ মালাকার (৩৫), সিরাজগঞ্জ জেলার সদর থানার চর খোশকাবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আনিসুর রহমান (৪১) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাটিয়া গ্রামের মৃত্যুর রসিক চন্দ্র দাসের ছেলে সুধীর চন্দ্র দাস (৫৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মালেক খসরু খান জানান, ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোটরসাইকেলসহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।