সাইঢুলি নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে অনড় ভূমিকা পালন করেছেন সমাজ সেবক খায়রুল ইসলাম
- আপডেট টাইম : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া/কাউরাট গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সাইঢুলি নদীতে ব্রিজ নির্মান করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সমাজ সেবক খায়রুল ইসলাম, লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এর এই মেইন পয়েন্টে ভুগান্তির স্বীকার হচ্ছে ৫ থেকে ৭টি গ্রামের কয়েক হাজার পরিবার।
যুগের পর যুগ চলে গেলেও এই সমস্যা থেকে পরিত্রাণ মিলছে না এলাকাবাসীর। আশেপাশে সড়কপথ না থাকায় কোনাপাড়া খেয়াঘাট পার হয়ে ইটাচকি,শিশুরাকি,বনিতাশ্রম,কাউরাড,কোনাপাড়া,কুতুবপুরসহ পার্শ্ববর্তী মদন উপজেলার হাজার হাজার জনতা কর্মের প্রয়োজনে ও বিভিন্ন প্রকারে দৈনন্দিন পারাপার হতে হয় এই নদি।সেতু না থাকায় ভুগান্তির স্বীকার হতে হচ্ছে প্রতিনিয়ত।ব্রীজ না থাকলে যেমন কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ও ফসলি জমির সার ঔষধ,জমির ফসল ক্রয় বিক্রয়ে অসুবিধার কারন,শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠ দানে অসুবিধা।অসুস্থ ব্যাক্তিদের দ্রুত চিকিৎসা সেবা হতে বঞ্চিত হতে হচ্ছে।এসব সমস্যা দূরীকরণের লক্ষে ব্যাপক অবদান রেখেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক খায়রুল ইসলাম। তিনি (২০১৫) সাল থেকে নিজ প্রচেষ্টায় এলজিইডি উর্ধতন কর্মকর্তা সহ ব্রীজ কমিটির সদস্যদের সাথে নিয়ে জনস্বার্থে ব্রিজটি নির্মানের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।তারই প্রচেষ্টায়,৬/১১/১৯ ঢাকা থেকে এলজিইডির উর্দ্ধতন কর্মকর্তারা ব্রীজ নির্মানের স্থানটি পরিদর্শন করেন এবং অতিদ্রুত হাজার হাজার জনতার চলাচলের ব্যবস্থা সুগম করতে,অত্র স্থানে ব্রীজ নির্মানের আশ্বাস প্রদান করেন,সেই সাথে মানবিক কাজে নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করার জন্য অজস্র ধন্যবাদ জানান মোঃ খায়রুল ইসলাম কে।নির্দলীয় সমাজসেবক ও সামাজিক সংগঠন অ রাজনৈতিক প্রতিষ্ঠান এস.কে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,উক্ত ব্রীজ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম,সেতু নির্মাণের অনুমোদনের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন দপ্তরে নিজ প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম করেছেন।খায়রুল ইসলাম আমেরিকা প্রবাসী হলেও এলাকার ব্রীজটি নির্মানে অনুমোদনে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।এলাকার জনমানবের কষ্টের চিত্র স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে বহুবার তুলে ধরেছেন,তিনি দুস্থ ছাত্রছাত্রী,অসুস্থ রুগি,বেকার যুবক,কন্যাদায়গ্রস্থ,প্রতিবন্ধী,গৃহহীন,মসজিদ মাদ্রাসা মন্দীর সহ সকল জায়গায় সজাগ দৃষ্টি রেখে মানব কল্যানে কাজ করে যাচ্ছেন,জনগনের জন্য তার অবদানের অন্তনেই,এলাকাবাসী বলেন জনগণের প্রয়োজনে চলাচল করতে বাঁশের সাঁকো তৈরী করে পারাপার হয়,এলাকাবাসীর দীর্ঘদিনের ভুগান্তি দূরীকরণে ব্রিজটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ সরকারের প্রতি জোর দাবি জানান অত্র অঞ্চলের শিশু বৃদ্ধা ময়মুরুব্বি প্রতিবন্ধী সহ এলাকার দিনমজুর খেটে খাওয়া মেহনতী পরিবার ও এলাকাবাসী সুধীসমাজ ।