সংবাদ শিরোনাম ::
কুমিল্লার সদরে দুষ্কৃতকারীরা- গাছ কেটে- ভূমি দখলের চেষ্টা- এলাকাবাসীর প্রতিবাদ
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ ক্রাইম নিউজ।।
দেশের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিন দূর্গাপুর মডেল ইউনিয়নের রঙ্গপুর (রংপুর) গ্রামের (পুতার বাড়ীতে)- কতিপয় দুষ্কৃতকারীরা গাছ কেটে – ভূমি দখলের চেষ্টা করেছে, তবে- এলাকাবাসীর তোপের মূখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়- সূত্র তথ্য মতে জানান। সূত্র আরো জানান- অন্যান্য নামের একটি হাউজিং কোম্পানীর জায়গা এটি। যার প্রধান কার্যালয় উক্ত ইউনিয়নের খেতাসার গ্রামে। যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন করেছেন- গাছ কাটতে গেলে সরকার হতে অনুমতি নেয়া লাগবে। সেক্ষেত্রে উক্ত গাছ অনুমতি ছাড়া কাটা বড় অপরাধ- যা একটি সরকার বিরোধী কাজ করার শামিল, জানান- পরিবেশবিদ গণ। পরিবেশবিদেরা উক্ত দূষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের অনুরোধ জানান। যাতে পরিবেশ হুমকির মুখে না পরে ও ভবিষ্যতে এমন অন্যায় করার সাহস কেউ না পায়। এতে আর- অক্সিজেনের অভাব হবে না ও গাছ হাইড্রোজেন নিতে পারবে। উক্ত গাছ কাটা প্রসঙ্গে – ভূমির মালিক জানান – আমি সরকারকে খাজনা দেই, যারা গাছ কেটেছে- তারা সরকার বিরোধী কাজ করেছে। যারা সরকার বিরোধী কাজ করেছে- তাদের আমি বিচার চাই- সবার কাছে।
আরো খবর.......