নিয়ামতপুরে গাছে গাছে আমের মুকুল
- আপডেট টাইম : ০৪:১৯:০৭ অপরাহ্ণ, বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২
- / ৪৫৩ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। মধুমাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে আসে আম গাছের মুকুল।
এছাড়াও বসন্তকাল আসার আগমনে প্রায় প্রতিটি গাছে গাছে আসে ফুল। তখন চারদিক যেন মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রতিটি বাড়ি ও আম বাগানে এখন শোভা পাচ্ছে আমের মুকুল।
নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমের মুকুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। গাছে সেচ দেওয়াসহ আমের মুকুলে রোগবালাই দমনে বিভিন্ন কীটনাশক স্প্রে করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন হবে বলে আশা বাগান মালিকদের।
এ বিষয়ে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল ইসলাম বলেন, আমরা আমচাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। ইতিমধ্যে সব আম গাছে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আবদুল্লাহ ওয়াহেদুজ্জামান জানান, সময় মতো সামান্য বৃষ্টি হওয়া ও ঘন কুয়াশা না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন হবে। আম চাষে উত্সাহিত করতে এলাকায় তাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।