চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়নাল মোল্লা এগিয়ে
- আপডেট টাইম : ০২:৩৭:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ৩৩৩ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার দৈনিক সময়ের কন্ঠ।।
খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ে ঘোড়া প্রতিক নিয়ে এগিয়ে রয়েছেন খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব জয়নাল আবেদীন মোল্লা।
আগামী ২৮ শে নভেম্বর রোজ রবিবার খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী থাকলেও হাড্ডা হাড্ডি লড়াই চলছে ঘোড়া প্রতীকে জনপ্রিয় নেতা জনাব জয়নাল আবেদীন মোল্লা ও বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকে মোহাম্মদ আলী মুন্সির মাঝে।
২৮ শে নভেম্বর এর নির্বাচন কে ঘিরে সাধারণ জনগণের মাঝে শুরু হয়েগেছে বিভিন্ন হিসাব -নিকাশ।
সাধারণ জনগণ বলেন বিগত দিনে প্রার্থীরা আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আমাদের সমর্থনে চেয়ারম্যান হয়ে আমাদের কে ভুলে গেছেন। বিগত ১৮ বছর যাবৎ আমাদের কে উন্নয়ন হতে বঞ্চিত রেখেছে তাই এবার আমরা নতুন মূখ জয়নাল আবেদীন মোল্লা কে সমর্থন দিয়েছি।
আরিফুল ইসলাম নামে এক ভোটার বলেন ১নং ওয়াডের এটি এম স্কুলের সাথের ব্রীজটি দীর্ঘ দিন যাবৎ চলাচলে অযোগ্য , স্কুল গামী ছাত্র ছাত্রী পরে যাওয়া সহ একাধিক দূর্ঘটনা ঘটেছে তারপরও বর্তমান চেয়ারম্যান ১৮ বছরেও এই ব্রীজটা সংস্কার করেনি।উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে, সে কিভাবে এবার চেয়ারম্যান প্রার্থী হয়? তাছাড়া বর্তমান চেয়ারম্যান এর ভোটব্যাংক খ্যাত ওয়ার্ড গুলো এবার ঘোড়া প্রতীকে জয়নাল আবেদীন মোল্লা কে সমর্থন দিয়েছেন তাই ঘোড়া মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
এদিকে সরজমিনে জরিপের মাধ্যমে দেখা যায় মোহাম্মদ আলী মুন্সির ভোটব্যাংক খ্যাত ৪টি কেন্দ্রে এবার উভয় প্রার্থীর ৫০% ৫০% সমর্থক বা ভোট রয়েছে, আর বাকি ৫টি কেন্দ্রে জয়নাল আবেদীন মোল্লা ৭০% ভোটে এগিয়ে রয়েছেন।
ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জনাব জয়নাল আবেদীন মোল্লা বলেন আমি ব্যাপক সাড়া পাচ্ছি, খোয়াজপুরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন এবং ঘোড়া মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু ঘোড়া মার্কার এই ব্যাপক জনপ্রিয়তা দেখে ও ঘোড়া মার্কার নিশ্চিত বিজয় অনুধাবন করতে পেরে আমার প্রতিপক্ষ মোহাম্মদ আলী মুন্সি ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।
আমাকে ও আমার ভাই মেহেদী হাসান মোল্লা কে নির্বাচন হতে দূরে রাখতে এবং ২৮ তারিখের নির্বাচন কে বানচাল করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ও নির্বাচনী জনসভায় মোহাম্মদ আলী মুন্সি আমাকে, আমার পরিবার ও আমার কর্মী দের কে নিয়ে বেফাঁস মন্তব্য ও অশ্লীল গালিগালাজ করছেন। আমি একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমার কর্মীদের শান্ত রাখছি। আগামী ২৮ তারিখে খোয়াজপুরের শান্তিপ্রিয় জনগণ তার সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ।