ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ২০ তলা থেকে যুবকের লাফ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ২৫৪ ৫০০০.০ বার পাঠক

চট্টগ্রাম অফিস।।

চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

মারা যাওয়া ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন।

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার এসআই শিমুল চন্দ্র দাস যুগান্তরকে বলেন, গতকাল রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেন। এর পর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ওই যুবক কী কারণে হোটেলের ২০ তলা থেকে লাফ দিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে ২০ তলা থেকে যুবকের লাফ

আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

চট্টগ্রাম অফিস।।

চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

মারা যাওয়া ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন।

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার এসআই শিমুল চন্দ্র দাস যুগান্তরকে বলেন, গতকাল রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেন। এর পর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ওই যুবক কী কারণে হোটেলের ২০ তলা থেকে লাফ দিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।