ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা বিশ্ব মুক্ত সাংবাদিক দিবস জামালপুরে আমের ফলন কমার আশংকা আজমিরীগঞ্জে জনৈক এক নারীকে ইভটিজিং, মোবাইল কোর্টের জেল ও জরিমানা ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার

ছেলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিঙ্কনের- ঐতিহাসিক- চিঠি।

মাননীয় মহাশয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে , প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝে একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে। যারা পীড়নকারী তাদেরই সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে কঠোরদের প্রতি কঠোর হাতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদার্থ অনুসরন না করার। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দিবেন।
সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। আশার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সে যেন সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরন করবেন। কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে। থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য্য। তাকে এ শিক্ষাও দিবেন নিজের প্রতি যেন তার সুমহান আস্থা থাকে। তখনই তার সুমহান আস্থা থাকবে। মানবজাতির প্রতি-।
ইতি
আপনার বিশ্বস্থ
আব্রাহাম লিঙ্কন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা

ছেলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিঙ্কনের- ঐতিহাসিক- চিঠি।

আপডেট টাইম : ০৫:৪০:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৬ নভেম্বর ২০২১

মাননীয় মহাশয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে , প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝে একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে। যারা পীড়নকারী তাদেরই সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে কঠোরদের প্রতি কঠোর হাতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদার্থ অনুসরন না করার। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দিবেন।
সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। আশার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সে যেন সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরন করবেন। কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে। থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য্য। তাকে এ শিক্ষাও দিবেন নিজের প্রতি যেন তার সুমহান আস্থা থাকে। তখনই তার সুমহান আস্থা থাকবে। মানবজাতির প্রতি-।
ইতি
আপনার বিশ্বস্থ
আব্রাহাম লিঙ্কন।