দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

- আপডেট টাইম : ০২:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ২৫৯ ১৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা প্রতিনিধি, দিনাজপুর।
গত ০৪/০৮/২০২১ খ্রিস্টাব্দে দুপুর ০২.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে জুলাই/২০২১ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ দিনাজপুরের কর্ণধার, মানবিক পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আসলাম উদ্দিন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পর্যালোচনা সভায় দিনাজপুর জেলার আইন শৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপিত হয়।
উক্ত পর্যালোচনা সভায় দিনাজপুরের পুলিশ সুপার মহদয় জনাব আনোয়ার হোসেন বলেন, দিনাজপুর জেলার সকল থানায় আইনশৃঙ্খলার আরো উন্নতি করতে হবে এবং কোনো প্রকার অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে দেওয়া যাবেনা এবং বিশেষত মাদক কারবারি ও সেবনকারিকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। সর্বশেষে পুলিশ সুপার মহদয় উপস্থিত দিনাজপুরের উর্ধতন পুলিশ কর্মকর্তাগনকে আইনশৃংখলা বিষয়ে আরো কঠর দিকনির্দেশনা দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।