ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯ আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

দেশের প্রথম মহিলা কারাগার

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / ৩৫৫ ৫০০০.০ বার পাঠক

আমাদের কাগজ মানুষের কথা বলে।।

সামাজিক শৃঙ্খলে আটকে পড়া নারীরাও অপরাধ জগতের ভয়ঙ্কর আগ্রাসন থেকে কোনভাবেই মুক্ত নয়। সমাজের অপেক্ষাকৃত দুর্বল এবং পিছিয়ে পড়া এই অর্ধাংশকে এমনিতেই বিভিন্ন বঞ্চনা, নিপীড়ন এবং অধিকারহীনতায় তাদের ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনকে বয়ে বেড়াতে হয়। যেখানে পেশী শক্তির দুর্বৃত্তায়নই শুধু নয়, নানামাত্রিক লোভাতুর হাতছানিতে সমাজ বহির্ভূত ঘৃণ্য অপকর্মে জড়িয়ে পড়া এক দুঃসহ চিত্র। অপরাধের মাত্রা বিবেচনায় রেখে এসব অপরাধী নারীকে আটক করে কারাগারে রাখার আদেশও জারি হয়। পরকীয়ায় লিপ্ত হয়ে স্বামী সন্তানকে খুনই শুধু নয়, আরও মারাত্মক ঘটনা সংঘটিত করে অপরাধীর কাতারে দাঁড়াতে নারীদেরও সময় লাগে না। অপরাধ জগতের বলয় বিচিত্র এবং জটিল। স্নেহশীল মায়ের মমতায় সিক্ত হওয়া সন্তানের জন্মগত অধিকার। তেমন দাবি খর্বিত হতেও সময় লাগে না। প্রতিহিংসায় মাতৃশৌর্য ধুলায় লুণ্ঠিত হওয়ার অসহনীয় চিত্রও সবাইকে বিস্মিত করে দেয়। আবার কোন কন্যা সন্তানের স্নেহশীল পিতা-মাতার ঘাতক হতেও সময় নিতে হয় না। সঙ্গত কারণে অপরাধের ঘৃণ্য বলয় নারী-পুরুষের পদচারণায় সমানভাবে পিষ্ট, দলিত মথিত। নারী অপরাধীদের অবশ্যই আলাদা কারাকক্ষে রাখা এক প্রকার আইনী বিধান। নারীদের জন্যও প্রস্তুত করা হয়েছে দেশের বৃহত্তম মহিলা কেন্দ্রীয় কারাগার। এতদিন যা ছিল বিক্ষিপ্ত, অসংলগ্ন এখন তাতে এসেছে নতুন মাত্রা, আধুনিক ব্যবস্থাপনা এবং সময়ের উপযোগী কারা অন্তরীণ ভোগ করা। ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সববৃহৎ মহিলা কারগারটি উদ্বোধন করেন। নিরাপত্তা বেষ্টনীর নিñিদ্র বলয় থেকে শুরু করে আধুনিক মানসম্মত সমস্ত সুযোগ সুবিধা সংবলিত এই মহিলা কারগারটি বহু সম্ভাবনায় তার নতুন যাত্রা শুরু করেছে। বৃহৎ আকারের এই কেন্দ্রীয় মহিলা কারগার কেরানীগঞ্জের মূল কারগারের সঙ্গে সমন্বিত করে তার প্রযুক্তিগত সেবাকে সবার মাঝে পৌঁছে দিতে সব ধরনের কার্যক্রম চালু রাখা হয়েছে। ভার্চুয়াল কোর্ট বসানো থেকে আরম্ভ করে প্রযুুক্তির মাধ্যমে সেবাদান প্রকল্প চালু করা বাংলাদেশের নবযাত্রার এক উল্লেখযোগ্য নির্দেশনা। করোনা দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শারীরিক উপস্থিতিকে যেভাবে পরিহার করা হয়েছে, সেখানে নতুনভাবে সম্পৃক্ত হলো ডিজিটাল ব্যবস্থায় মামলা পরিচালনা করা। এটি নতুন ও আধুনিক বাংলাদেশের আর এক নব পথযাত্রা তো বটেই। প্রধানমন্ত্রী দেশের নারী জাতির জন্য যে অনন্য পথরেখায় তাদের নতুন সময়ের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছেন, সেখানে এই বৃহৎ মহিলা কারাগার একটি ইতিবাচক অগ্রগতি। একজন বন্দীর যাবতীয় সুযোগ-সুবিধা সম্পন্ন কর্মসম্পাদন বর্তমান এই মহিলা কেন্দ্রীয় কারাগার ভিন্ন মাত্রার এক আধুনিক মেগা প্রকল্প।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেশের প্রথম মহিলা কারাগার

আপডেট টাইম : ০৮:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

আমাদের কাগজ মানুষের কথা বলে।।

সামাজিক শৃঙ্খলে আটকে পড়া নারীরাও অপরাধ জগতের ভয়ঙ্কর আগ্রাসন থেকে কোনভাবেই মুক্ত নয়। সমাজের অপেক্ষাকৃত দুর্বল এবং পিছিয়ে পড়া এই অর্ধাংশকে এমনিতেই বিভিন্ন বঞ্চনা, নিপীড়ন এবং অধিকারহীনতায় তাদের ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনকে বয়ে বেড়াতে হয়। যেখানে পেশী শক্তির দুর্বৃত্তায়নই শুধু নয়, নানামাত্রিক লোভাতুর হাতছানিতে সমাজ বহির্ভূত ঘৃণ্য অপকর্মে জড়িয়ে পড়া এক দুঃসহ চিত্র। অপরাধের মাত্রা বিবেচনায় রেখে এসব অপরাধী নারীকে আটক করে কারাগারে রাখার আদেশও জারি হয়। পরকীয়ায় লিপ্ত হয়ে স্বামী সন্তানকে খুনই শুধু নয়, আরও মারাত্মক ঘটনা সংঘটিত করে অপরাধীর কাতারে দাঁড়াতে নারীদেরও সময় লাগে না। অপরাধ জগতের বলয় বিচিত্র এবং জটিল। স্নেহশীল মায়ের মমতায় সিক্ত হওয়া সন্তানের জন্মগত অধিকার। তেমন দাবি খর্বিত হতেও সময় লাগে না। প্রতিহিংসায় মাতৃশৌর্য ধুলায় লুণ্ঠিত হওয়ার অসহনীয় চিত্রও সবাইকে বিস্মিত করে দেয়। আবার কোন কন্যা সন্তানের স্নেহশীল পিতা-মাতার ঘাতক হতেও সময় নিতে হয় না। সঙ্গত কারণে অপরাধের ঘৃণ্য বলয় নারী-পুরুষের পদচারণায় সমানভাবে পিষ্ট, দলিত মথিত। নারী অপরাধীদের অবশ্যই আলাদা কারাকক্ষে রাখা এক প্রকার আইনী বিধান। নারীদের জন্যও প্রস্তুত করা হয়েছে দেশের বৃহত্তম মহিলা কেন্দ্রীয় কারাগার। এতদিন যা ছিল বিক্ষিপ্ত, অসংলগ্ন এখন তাতে এসেছে নতুন মাত্রা, আধুনিক ব্যবস্থাপনা এবং সময়ের উপযোগী কারা অন্তরীণ ভোগ করা। ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সববৃহৎ মহিলা কারগারটি উদ্বোধন করেন। নিরাপত্তা বেষ্টনীর নিñিদ্র বলয় থেকে শুরু করে আধুনিক মানসম্মত সমস্ত সুযোগ সুবিধা সংবলিত এই মহিলা কারগারটি বহু সম্ভাবনায় তার নতুন যাত্রা শুরু করেছে। বৃহৎ আকারের এই কেন্দ্রীয় মহিলা কারগার কেরানীগঞ্জের মূল কারগারের সঙ্গে সমন্বিত করে তার প্রযুক্তিগত সেবাকে সবার মাঝে পৌঁছে দিতে সব ধরনের কার্যক্রম চালু রাখা হয়েছে। ভার্চুয়াল কোর্ট বসানো থেকে আরম্ভ করে প্রযুুক্তির মাধ্যমে সেবাদান প্রকল্প চালু করা বাংলাদেশের নবযাত্রার এক উল্লেখযোগ্য নির্দেশনা। করোনা দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শারীরিক উপস্থিতিকে যেভাবে পরিহার করা হয়েছে, সেখানে নতুনভাবে সম্পৃক্ত হলো ডিজিটাল ব্যবস্থায় মামলা পরিচালনা করা। এটি নতুন ও আধুনিক বাংলাদেশের আর এক নব পথযাত্রা তো বটেই। প্রধানমন্ত্রী দেশের নারী জাতির জন্য যে অনন্য পথরেখায় তাদের নতুন সময়ের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছেন, সেখানে এই বৃহৎ মহিলা কারাগার একটি ইতিবাচক অগ্রগতি। একজন বন্দীর যাবতীয় সুযোগ-সুবিধা সম্পন্ন কর্মসম্পাদন বর্তমান এই মহিলা কেন্দ্রীয় কারাগার ভিন্ন মাত্রার এক আধুনিক মেগা প্রকল্প।