রাজধানীর হাসপাতালে ডেঙ্গু রোগী ৩২৬
- আপডেট টাইম : ০৬:১০:১০ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে আরও ৬৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬ জনে।
রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৮ জনের মধ্যে সরকারী ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১০ জন, বেসরকারী হাসপাতালে ৫৮ ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হন।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ২০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭৯ জন।
এছাড়া চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ৮৩৫ জন রোগী ভর্তি হন।