রুপনগরে ঔষধ বিক্রি হচ্ছে সরকারি নির্ধারিত মূল্যের থেকে বেশী

- আপডেট টাইম : ০৬:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টঃ-মোঃ মুছাওবীর ইসলাম মিশু
মিরপুর, রুপনগর সবুজ ফার্মেসীতে সরকারী নির্ধারিত মূল্য থাকা সত্বেও অবৈধ ভাবে চড়া দামে বিক্রি করছে।
বিষয়টি তদন্ত করে রুপনগর থানা প্রশাসন। এক পর্যায়ে ঔষধ ক্রেতা অভিযোগ করে রুপনগর থানায়। ঘটনা ঘটে আজ এক সাধারন মানুষ তিনি প্রেসক্রিপশন দিয়ে ঔষধ ক্রয় করতে আসে কিন্তু সবুজ ফার্মেসী প্রতিটি ঔষধের মূল্য বেশী রাখে এবং সবুজ ফার্মেসীতে অবৈধ ভাবে ঘুমের ট্যাবলেট সহ কফ এর সিরাপ। এবং সবুজ ফার্মেসী পুলিশ তল্লাশি করে মাদক দ্রব্য পায়।
সাংবাদিককে ঘুস দেয়ার প্রলোভন দেখায় সবুজ ফার্মেসী। ঘুস না নিয়ে প্রশাসনের সহযোগিতা নেন রুপনগর থানার স্থানীয় প্রতিনিধি। সবুজ ফার্মেসী এর মালিক আসার পর বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি ধামা চাপা দেয়ার চাপ দেয়।
এ সব অসাধু ঔষধ ব্যাবসায়ী কঠোর ব্যাবস্থা নিবে বলে জানিয়েছেন মিরপুর,রুপনগর থানার ওসি, এছাড়াও রুপনগর থানার ওসি বলেন যারা এরকম অবৈধ কার্যকলাপে জড়িত তাদের আইনের আওতায় আনবে পুলিশ প্রশাসন।