ভাসানী বিশ্ববিদ্যালয়ের চাকুরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি
- আপডেট টাইম : ০১:০১:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ মে ২০২১
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
চাকুরি স্থায়ীকরণের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করা হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ আল মামুন ও এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দীর্ঘ ২২ মাস যাবত এডহক ভিত্তিতে চাকুরিতে কর্মরত আছি।বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের চাকুরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছেন। কিন্তু উল্লেখ্যযোগ্য কোন পদক্ষেপ নেননি। অনেকটা বাধ্য হয়েই আজ থেকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের জনবলের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন পদে এডহক ভিত্তিতে ২২ জনকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।