পুলিশের ফেসবুক পেজে অভিযোগ করে প্রতিকার পেলেন গৃহবধূ
- আপডেট টাইম : ০৪:১৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
দোহার-নবাবগঞ্জ,রিপোর্টার ॥
ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুকে পেজে অভিযোগ করে প্রতিকার পেলেন ঢাকার দোহার উপজেলার এক গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ফরিদপুর জেলার নগরকান্দা থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী জানান, বিগত তিন বছর আগে স্কুলে পড়াশোনা করা অবস্থায় দোহারের কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তেন। ওই সময় শিক্ষকের ছোট ভাই পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের সুযোগে মোবাইল থেকে সাইফুল তার বেশকিছু ব্যক্তিগত ছবি ও খোলামেলা অবস্থার ভিডিও নিয়ে নেয়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ভুক্তভোগী গৃহবধূ ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেজে বিষয়টি জানালে সেখান থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়। ওই গৃহবধূর মামলার ভিত্তিতে ফরিদপুর থেকে বৃহস্পতিবার সাইফুল ইসলামকে গ্রেফতার করে দোহার থানায় নিয়ে আসা হয়। আটক সাইফুলকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।