নাঃগঞ্জে সমাজ সেবিকা রেহানা’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন
- আপডেট টাইম : ০৬:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ৩১২ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
করোনা যোদ্ধা আর্তমানবতার সেবিকা রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহানা একজন মানবাধিকারকর্মী, মানবতার মা, সমাজ সেবিকা, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ বাসী এবং বিভিন্ন সংগঠন সমূহ।
বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে অংশ গ্রহনকরী সংগঠন গুলো হলো, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন, বি.এইচ.ডি.এস অপরাধ কল্যাণ সংস্থা, রোটারীক্লাব অব মিলিনেয়াম ঢাকা, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা, স্বপ্ন ফুরাই, স্বপ্নে বাঁচি সাংস্কৃতিক সংগঠন, বঙ্গবন্ধু দু:স্থ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর (বামাকা)।
মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনে অশং গ্রহনকারী বক্তারা বলেন, ফেরদৌসী আক্তার রেহানা একজন আইনের প্রতিশ্রদ্ধাশীল, সামাজিক ও দেশপ্রেমিক। তিনি একজন মানবাধিকার কর্মী, করোনা কালিন সময়ে মানবতার মা হিসেবে নারায়ণগঞ্জ বাসীর নিকট অত্যান্ত পরিচিত। সমাজে যে কোন জনকল্যাণ মূলক কাজে তিনি সর্বদা নিজেকে নিবেদিত করেন। সমাজের অসহায় মানুষদের সকল প্রকার বিপদে ঝাঁপিয়ে পরেন। এমন একন মানুষের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা আমরা কখনোই মেনে নিতে পারি না। অভিলম্বে ফেরদৌসী আক্তার রেহানার এই মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আমরা।পাশাপাশি এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নিকট সুষ্ঠ তদন্ত পূর্বক মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানবাধিকার কর্মী ও রোটরিয়ান নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সাখাওয়াত হোসেন জাকির সভাপতিত্বে উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী মোঃ মিঠুন, নারায়ণগঞ্জ টিভির এডিটর সাফায়েত হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ রোটারিয়ান ক্লাবের সদস্য বকুল, তালাশ নিউজ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদীপ চন্দ্র বর্মণ সহ অন্যাণ্য নেতৃবৃন্দ।