বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটির সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে
- আপডেট টাইম : ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ৩৫৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ ইব্রাহিম।।।
গত বুধবার (১৯ মে) দুপুর ৩ টায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে গাজীপুর চান্দনা চৌরাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান ও পেশাগত দ্বায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নয়ন ফকির,সভাপতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটি। সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (পায়েল) সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটি। সাংবাদিক মোঃ মামুন প্রচার সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটি। মোঃ আসাদুজ্জামান (আপেল) দপ্তর সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটি। সাংবাদিক হেলেনা খান এবং সাংবাদিক মোছাঃ পলি বিশ্বাস সহ- প্রচার সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গাজীপুর মহানগর কমিটি। আরো উপস্থিত সাংবাদিক মোঃ ইব্রাহীম খলিল,মোছাঃকলি আক্তার,মোঃ আশরাফ,মোঃ সুমন,মোঃ সেলিম সহ অর্ধশত সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন সফল করেন গণমাধ্যমকর্মীরা।