তৃনমূল থেকে উঠে আসা সোনারগাঁও কাঁচপুরের কৃতিসন্তান এবং জনগনও গর্ভীত।
- আপডেট টাইম : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ৩৩৫ ৫০০০.০ বার পাঠক
ব্যুরো চীফ এস এস মুন্না।।
অালহাজ নূরে অালম খানের পক্ষে অামরা বন্ধুমহল সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য বৃন্দের জন্য দোয়া প্রার্থনা করছি।
নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় অালহাজ মোঃ নূরে অালম খান কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
সোনারগাঁয়ের কাঁচপুর গুরুত্বপূর্ন একটি ইউনিয়ন পরিষদ । কাঁচপুর থেকে এই প্রথম সরাসরি নারায়নগঞ্জ জেলায় নির্বাচন দ্বারা নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে, শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠান অনষ্ঠিত হয় এবং সরাসরি তিনজন প্রর্থীর সাথে প্রতদন্ধীতা করে বিজয়ী হলেন অালহাজ মোঃ নূরে অালম খান ।
স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে যখন জেলা পরিষদ গঠন করা হয় তার পর থেকে নারায়নগঞ্জ জেলার কাঁচপুর থেকে এই পর্যন্ত সরাসরি ভোট যুদ্ধে কেউ নির্বাচিত হয়ে নারায়নগঞ্জ জেলার জনপ্রতিনিধিত্ব করতে পারেননি।
এলাকা বাসি ও ভোটারদের পছন্দের প্রর্থী হয়ে সকলের দোয়া নিয়ে অালহাজ মোঃ নূর অালম খানই এক মাত্র কাঁচপুরের সম্মান বৃদ্ধি করেছেন।
তাই অালহাজ নূরে অালম খান কে যদি কাঁচপুর ইউনিয়ন তো বটেই সোনারগাঁও উপজেলার কৃতি সন্তান অামরা বলতে পারি উচ্চকন্ঠে এবং কৃুতসন্তান দাবীদার অালহাজ নূরে অালম খান নিজের কর্ম দ্বারাও বটে।
বীরের মতই জেলা পরিষদে স্থান বরে নিয়েছেন।
অালহাজ মোঃ নূর অালম খান এক মাত্র ব্যক্তি প্রথম ভাগ্যবান যে ৪ জন জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান, ৪টি ইউনিয়নের মোট ৩৭ ওয়ার্ড সদস্য, ৪টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যগন সঠিক প্রর্থীকে নির্বাচিত করেছেন। অালহাজ নূরে অালম খান সদা মিষ্টি হাসির প্রতিকি মূখমন্ডল তার নম্রতা,ভদ্রতাই ভিন্ন ভিন্ন ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সম্মানীত চেয়ারম্যান, সম্মানীত মেম্বার, সম্মনীত মহিলা মেম্বারগনদের মনে স্থান করতে পেরেছে বলেই জনগনের জনপ্রতিনিধিগন মোট ৫৪ জন সম্মানীত জনপ্রতিনিধি ও যার যার পরিষদের সম্মনিত ব্যক্তিদের ভালোবাসার বহিপ্রকাশ হচ্ছে ভোট । তার জন্য সৃষ্টিকর্তার নিকট নুরের জন্য কৃতজ্ঞ । অবশ্যই ৪ টি ইউনিয়ন পরিষদের সম্মানীত নির্বাচক বৃন্দদের প্রতি অামরা কাঁচপুর বাসি কৃতজ্ঞ জ্ঞ্যাপন করছি।
সম্মানিত জনপ্রতিনিধিগন অাপনাদের অসঙ্খ্য ধন্যবাদ জানাই অালহাজ মোঃ নূর অালম খান কে নির্বাচিত করেছেন বলে।
অালহাজ নূরর অালম খান তার পিতা মৃত অালহাজ মুসলিম খান কাঁচপুরে অাওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের জনগনের নির্বাচিত চেয়ারম্যান, পিতার রাজৈতিক কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন তাই বলা যায় পিতার থেকে হাতেখড়ি রাজৈতিক শিক্ষা পেয়েছেন, এবং অাওয়ামী লীগ পরিবার সন্তান।
অালহাজ নূরে অালম খান ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক। সাধারন সম্পদকের পদে থেকেও নূর সব সময় মনে করেছে সে ছাত্রলীগের একজন কর্মি ।
তৃনমূল থেকে উঠে অাসা তরুন নেতা নির্বাচিত করায় সোনারগাঁও ও নারায়নগঞ্জের সকল সিনিয়র নেতাদেকে জানাই শ্রদ্ধা কর্মিদের জানাই শুভেচ্ছা। অামরা অাপনাদের কাছে অামরা নূরের জন্য দোয়া চাই।
বল্যকাল,শৈশবকাল ও স্কুল জীবন থেকে এক সাথে বড় হওয়া সকল বন্ধুমহলেরে পক্ষ থেকে অাপনাদের স্বশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
অালহাজ মোঃ নূরে অালম খানের পক্ষে অামরা বন্ধুমহল জেলা পরিষদের নির্বাচক বৃন্দের সকলের জন্য দোয়া প্রার্থনা করছি।
আপনার অন্তঃস্থ ঈশ্বরকে আমি অন্তর দিয়ে অনুভব করছি ও সম্মান প্রদর্শন স্বরূপ তার কাছে মাথা নত করে প্রনতি জ্ঞ্যাপন করছি এবং বাল্য কালের বন্ধুমহল অামারা ঈশ্বরের প্রর্থনা করছি তিনি অাপনাদের দীর্ঘায়ু অধিকারী করেন ।