ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি কুয়েট শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আদালতে শুনানিতে পলক ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কোস্ট গার্ডের আয়োজনে নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা রুলার সরকার না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছে।। ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম ৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২

কাশিমপুর থানায় ২ নং ওয়ার্ডে মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে মোজাম্মেল (খান সাহেব) আকুতি

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / ৩৩০ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড কাশিমপুর থানা লতিফপুরের মোজাম্মেল(খান সাহেব) , কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ শিল্প কারখানায় সন্ত্রাসী হামলার ইস্যু করে তার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা। অতচ ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা সরজমিনের উপস্থিত ছিলেন। কেএসসি ফ্যাশন ওয়্যার লিঃ কারখানার সিসি ক্যামেরা, গণমাধ্যমকর্মীরদের ক্যামেরায়, ইশতিয়াক আহমেদ চৌধুরী জি.এম (প্রজেক্ট) , মোঃ রোহিদুল ইসলাম প্রোডাকশন অফিসার কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ এবং গণমাধ্যমকর্মী এদের সু দৃষ্টিতে  মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও মেলেনি। একশ্রেণীর লোক পূর্বশত্রুতার জেরে টাকা পয়সার বিনিময়ে মামলার আসামি বানিয়েছেন। উক্ত বিষয়ে মোজাম্মেল (খান সাহেব) কিছুই জানেন না , অতচ কাশিমপুর থানায় বিগত ০৫/০৫/২০২১ইং তারিখে মামলা নং ৪/৮৯, যাহা ১৮৬০ সালের পেনাল কোড এর ১০টি ধারায় অপরাধের মামলাটা ঠিকই হয়ে গেলো। মোজাম্মেল(খান সাহেব) এর বিরুদ্ধে কুচক্রকারী মহলের মিথ্যা তথ্যে একধরনের বিক্রিত সাংবাদিকেরা কিছু রং ঢং করে মিথ্যাটা সুন্দর করে সাজিয়ে ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করিয়াছেন, শনিবার ০৮ মে ২০২১ইং তারিখে পত্রিকার নাম , যুগান্তর টাইমস,  দৈনিক নতুন খবর এবং কাশিমপুর  বার্তা ২৪ , যে সংবাদ প্রচার করেছে আদৌ সত্য নয়। মুলধারার গনমাধ্যমকর্মীরা একাধিকবার তদন্ত পর্যবেক্ষন করে নিউজ  করেছেন, তাদের পর্যবেক্ষনে মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও ছিলোনা সেখানে । মোজাম্মেল(খান সাহেব) লতিফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হাসেম আলী খানের সন্তান , তিনি একজন সাধারন মানুষ, ন্যায় নীতি আদর্শের জীবন যাপন করেন , এলাকার মানুষ তাকে অত্যান্ত ভালোবাসে , গরীব অসহায় মানুষের তিনি নিবেদিতপ্রাণ ।  ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই পাশের জমির শরিকের পক্ষ নিয়ে একদল কুচক্র মহল পূর্বশত্রুতার জেরে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ঠুকে দিলেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাশিমপুর থানায় ২ নং ওয়ার্ডে মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে মোজাম্মেল (খান সাহেব) আকুতি

আপডেট টাইম : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড কাশিমপুর থানা লতিফপুরের মোজাম্মেল(খান সাহেব) , কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ শিল্প কারখানায় সন্ত্রাসী হামলার ইস্যু করে তার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা। অতচ ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা সরজমিনের উপস্থিত ছিলেন। কেএসসি ফ্যাশন ওয়্যার লিঃ কারখানার সিসি ক্যামেরা, গণমাধ্যমকর্মীরদের ক্যামেরায়, ইশতিয়াক আহমেদ চৌধুরী জি.এম (প্রজেক্ট) , মোঃ রোহিদুল ইসলাম প্রোডাকশন অফিসার কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ এবং গণমাধ্যমকর্মী এদের সু দৃষ্টিতে  মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও মেলেনি। একশ্রেণীর লোক পূর্বশত্রুতার জেরে টাকা পয়সার বিনিময়ে মামলার আসামি বানিয়েছেন। উক্ত বিষয়ে মোজাম্মেল (খান সাহেব) কিছুই জানেন না , অতচ কাশিমপুর থানায় বিগত ০৫/০৫/২০২১ইং তারিখে মামলা নং ৪/৮৯, যাহা ১৮৬০ সালের পেনাল কোড এর ১০টি ধারায় অপরাধের মামলাটা ঠিকই হয়ে গেলো। মোজাম্মেল(খান সাহেব) এর বিরুদ্ধে কুচক্রকারী মহলের মিথ্যা তথ্যে একধরনের বিক্রিত সাংবাদিকেরা কিছু রং ঢং করে মিথ্যাটা সুন্দর করে সাজিয়ে ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করিয়াছেন, শনিবার ০৮ মে ২০২১ইং তারিখে পত্রিকার নাম , যুগান্তর টাইমস,  দৈনিক নতুন খবর এবং কাশিমপুর  বার্তা ২৪ , যে সংবাদ প্রচার করেছে আদৌ সত্য নয়। মুলধারার গনমাধ্যমকর্মীরা একাধিকবার তদন্ত পর্যবেক্ষন করে নিউজ  করেছেন, তাদের পর্যবেক্ষনে মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও ছিলোনা সেখানে । মোজাম্মেল(খান সাহেব) লতিফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হাসেম আলী খানের সন্তান , তিনি একজন সাধারন মানুষ, ন্যায় নীতি আদর্শের জীবন যাপন করেন , এলাকার মানুষ তাকে অত্যান্ত ভালোবাসে , গরীব অসহায় মানুষের তিনি নিবেদিতপ্রাণ ।  ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই পাশের জমির শরিকের পক্ষ নিয়ে একদল কুচক্র মহল পূর্বশত্রুতার জেরে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ঠুকে দিলেন।