ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

কাশিমপুর থানায় ২ নং ওয়ার্ডে মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে মোজাম্মেল (খান সাহেব) আকুতি

সময়ের কন্ঠ রিপোর্ট।।

গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড কাশিমপুর থানা লতিফপুরের মোজাম্মেল(খান সাহেব) , কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ শিল্প কারখানায় সন্ত্রাসী হামলার ইস্যু করে তার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা। অতচ ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা সরজমিনের উপস্থিত ছিলেন। কেএসসি ফ্যাশন ওয়্যার লিঃ কারখানার সিসি ক্যামেরা, গণমাধ্যমকর্মীরদের ক্যামেরায়, ইশতিয়াক আহমেদ চৌধুরী জি.এম (প্রজেক্ট) , মোঃ রোহিদুল ইসলাম প্রোডাকশন অফিসার কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ এবং গণমাধ্যমকর্মী এদের সু দৃষ্টিতে  মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও মেলেনি। একশ্রেণীর লোক পূর্বশত্রুতার জেরে টাকা পয়সার বিনিময়ে মামলার আসামি বানিয়েছেন। উক্ত বিষয়ে মোজাম্মেল (খান সাহেব) কিছুই জানেন না , অতচ কাশিমপুর থানায় বিগত ০৫/০৫/২০২১ইং তারিখে মামলা নং ৪/৮৯, যাহা ১৮৬০ সালের পেনাল কোড এর ১০টি ধারায় অপরাধের মামলাটা ঠিকই হয়ে গেলো। মোজাম্মেল(খান সাহেব) এর বিরুদ্ধে কুচক্রকারী মহলের মিথ্যা তথ্যে একধরনের বিক্রিত সাংবাদিকেরা কিছু রং ঢং করে মিথ্যাটা সুন্দর করে সাজিয়ে ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করিয়াছেন, শনিবার ০৮ মে ২০২১ইং তারিখে পত্রিকার নাম , যুগান্তর টাইমস,  দৈনিক নতুন খবর এবং কাশিমপুর  বার্তা ২৪ , যে সংবাদ প্রচার করেছে আদৌ সত্য নয়। মুলধারার গনমাধ্যমকর্মীরা একাধিকবার তদন্ত পর্যবেক্ষন করে নিউজ  করেছেন, তাদের পর্যবেক্ষনে মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও ছিলোনা সেখানে । মোজাম্মেল(খান সাহেব) লতিফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হাসেম আলী খানের সন্তান , তিনি একজন সাধারন মানুষ, ন্যায় নীতি আদর্শের জীবন যাপন করেন , এলাকার মানুষ তাকে অত্যান্ত ভালোবাসে , গরীব অসহায় মানুষের তিনি নিবেদিতপ্রাণ ।  ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই পাশের জমির শরিকের পক্ষ নিয়ে একদল কুচক্র মহল পূর্বশত্রুতার জেরে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ঠুকে দিলেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশিমপুর থানায় ২ নং ওয়ার্ডে মিথ্যা মামলা থেকে অব্যহতি পাইতে মোজাম্মেল (খান সাহেব) আকুতি

আপডেট টাইম : ০৩:০৬:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ মে ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ড কাশিমপুর থানা লতিফপুরের মোজাম্মেল(খান সাহেব) , কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ শিল্প কারখানায় সন্ত্রাসী হামলার ইস্যু করে তার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা। অতচ ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা সরজমিনের উপস্থিত ছিলেন। কেএসসি ফ্যাশন ওয়্যার লিঃ কারখানার সিসি ক্যামেরা, গণমাধ্যমকর্মীরদের ক্যামেরায়, ইশতিয়াক আহমেদ চৌধুরী জি.এম (প্রজেক্ট) , মোঃ রোহিদুল ইসলাম প্রোডাকশন অফিসার কেএসি ফ্যাশন ওয়্যার লিঃ এবং গণমাধ্যমকর্মী এদের সু দৃষ্টিতে  মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও মেলেনি। একশ্রেণীর লোক পূর্বশত্রুতার জেরে টাকা পয়সার বিনিময়ে মামলার আসামি বানিয়েছেন। উক্ত বিষয়ে মোজাম্মেল (খান সাহেব) কিছুই জানেন না , অতচ কাশিমপুর থানায় বিগত ০৫/০৫/২০২১ইং তারিখে মামলা নং ৪/৮৯, যাহা ১৮৬০ সালের পেনাল কোড এর ১০টি ধারায় অপরাধের মামলাটা ঠিকই হয়ে গেলো। মোজাম্মেল(খান সাহেব) এর বিরুদ্ধে কুচক্রকারী মহলের মিথ্যা তথ্যে একধরনের বিক্রিত সাংবাদিকেরা কিছু রং ঢং করে মিথ্যাটা সুন্দর করে সাজিয়ে ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করিয়াছেন, শনিবার ০৮ মে ২০২১ইং তারিখে পত্রিকার নাম , যুগান্তর টাইমস,  দৈনিক নতুন খবর এবং কাশিমপুর  বার্তা ২৪ , যে সংবাদ প্রচার করেছে আদৌ সত্য নয়। মুলধারার গনমাধ্যমকর্মীরা একাধিকবার তদন্ত পর্যবেক্ষন করে নিউজ  করেছেন, তাদের পর্যবেক্ষনে মোজাম্মেল(খান সাহেব) এর ছায়াও ছিলোনা সেখানে । মোজাম্মেল(খান সাহেব) লতিফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের হাসেম আলী খানের সন্তান , তিনি একজন সাধারন মানুষ, ন্যায় নীতি আদর্শের জীবন যাপন করেন , এলাকার মানুষ তাকে অত্যান্ত ভালোবাসে , গরীব অসহায় মানুষের তিনি নিবেদিতপ্রাণ ।  ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই পাশের জমির শরিকের পক্ষ নিয়ে একদল কুচক্র মহল পূর্বশত্রুতার জেরে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ঠুকে দিলেন।