আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণেই হয়তো নিজ সম্পত্তিও মনমত ভোগ করতে পারছেন না নিরীহ পরিবারটি।। মুক্তিযোদ্ধা আবু তাহের
- আপডেট টাইম : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ৩০০ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ইমান নগর গ্রামের তোফায়েল আহম্মদ পিতা-মৃত ফজলুল হক এবং রিপন মিয়া পিতা মৃত বাচ্চু মিয়া। উভয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠে এসেছে ভোরের ধ্বনি ও সাপ্তাহিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিবেদক এর কাছে।
সরজমিনে গিয়ে জানা যায় একই উপজেলার জয়কালীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ,আবুল হাশেম ,হোসনে আরা বেগম সর্বজন এর পিতা মৃত আব্দুর রহমান। ঝরনা বেগম, রেখা বেগম,তাসলিমা বেগম, রুবেল মিয়া, সর্বজন পিতা মৃত আবুল হারেস। ও ফাজিল মিয়া পিতা মৃত আব্দুর রাজ্জাক ওরফে চান মিয়া।
তাদের পূর্ব ওয়ারিশকৃত সম্পত্তি যুগ যুগ ধরে দখলে থেকে সঠিক ভাবে ভোগ করে আসছে।
কিন্তু তোফায়েল আহম্মদ ও রিপন মিয়া গত ০২/০২/২০১৬ ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময় তাদের সঙীও লাঠিয়াল বাহিনী নিয়ে নালিশা ভূমি অচিরেই জবর দখল করবে বলিয়া জমির প্রকৃত মালিক নিরীহ আবু তাহের গংদের বিভিন্ন অকাট্য ভাষায় গালমন্দের সাথে ধমক ও ভয়ভীতি প্রদর্শন করে।
এতে আবু তাহের এবং তাঁর লোকসজন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তোফায়েল আহম্মদ এবং রিপন মিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ বিষয়গুলো বর্ণনা সাপেক্ষে একটি মোকদ্দমা দায়ের করেন।
ঘটনাস্থলে গিয়ে আরো জানা যায় তোফায়েল আহম্মদ এবং রিপন মিয়া স্থানীয় প্রশাসনের ভয় দেখিয়ে সাধারণ জনগণের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কেউই রুখে দাঁড়ানোর সাহস পাচ্ছে না।
উল্লেখিত জায়গার প্রকৃত মালিক আবু তাহের জানান, আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি এদেশের প্রশাসনের প্রতি আস্থা রাখি, তাই প্রশাসনকে এই অনুরোধ করি যেন আমাদের সম্পত্তি জোরপূর্বক কেউ দখল না করতে পারে।
উক্ত বিষয়টির উপর গুরুত্ব দিলে হয়তো আমরা যারা আইনকে শ্রদ্ধা করি তারা একটু হলেও সুখ শান্তিতে স্বাধীন দেশে বসবাস করতে পারবো।সময়ের কন্ঠে চোখ রাখন