ঠাকুরগাঁওবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
- আপডেট টাইম : ০৪:০৭:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি ( ঠাকুরগাঁও):
বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনের মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা জানান ওসি তানভিরুল ইসলাম।
ওসি তানভিরুল বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও সদর থানার এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীসহ পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
তিনি বলেন, আমি আশা করি করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে ওসি তানভিরুল বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’