ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম ::
নাহিদসহ তিন জন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী কোটা সংস্কার সিলেট: ১৮-২৩ জুলাইয়ের ঘটনাপ্রবাহ রক্তাক্ত জুলাই থেকে কি কোনো শিক্ষা হবে? সব দল নিয়ে জাতীয় ঐক্যের মাঠে নামছেন বিএনপি শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবে দেশের মানুষ: নৌবাহিনী প্রধান মেট্রোরেল স্টেশনের ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কে হামলা চালাবে—বিএনপির নীল নকশা আগেই প্রস্তুত ছিল: কাদের

ঈদে রিজভীর দুই গান নিয়ে অভি ও সানি/ ঈদে অভি ও সানির কণ্ঠে রিজভীর গান/ দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন অভি ও সানি

  • আপডেট টাইম : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মে ২০২১
  • / ২৬৯ ৫০০.০০০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

প্রতিবারের মতো এবারের ঈদেও প্রকাশিত হয়েছে গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা নতুন দুটি গান। গান দুটি গেয়েছেন অভী তালুকদার ও সানি আজাদ। আর এর মাধ্যমে অভী ও সানি দুজনেই এবার দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন।
এর মধ্যে দীর্ঘ ৭ বছর পর আবারো মৌলিক গান নিয়ে এসেছেন অভী তালুকদার। তার গাওয়া নতুন এই গানটির শিরোনাম ‘মুর্শিদ’। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন টফি রেনার। আধ্যাত্মিকধর্মী এই গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।
‘মুর্শিদ’ গানটি প্রসঙ্গে অভী তালুকদার বলেন, আমার সর্বশেষ একক অ্যালবামের দারুণ শ্রোতাপ্রিয় গান ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ শ্রোতাদের কাছে আমাকে কাভার শিল্পীর পাশাপাশি মৌলিক গানের শিল্পী হিসেবেও পরিচিত করেছিল। সেই গানটি লিখেছিলেন স্বনামধন্য গীতিকার রেজাউর রহমান রিজভী। এবার তারই লেখা আরেকটি গান গাইবার মাধ্যমে শ্রোতারা আবারো আমার মৌলিক গান শুনতে পাবেন। আশা করবো, আমার অন্য সব গানের মতো ‘মুর্শিদ’ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।
অপরদিকে নিজের ৩১তম মৌলিক গান ‘ভালোবাসার লেনাদেনা’ নিয়ে এসেছেন সানি আজাদ। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। রোমান্টিকধর্মী এই গানটির শুটিং হয়েছে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে। গানটিতে মডেল হিসেবে সানি আজাদের সঙ্গে ছিলেন পুতুল। ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ওম স্টার মাল্টিমিডিয়া থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।
‘ভালোবাসার লেনাদেনা’ গানটি প্রসঙ্গে সানি আজাদ বলেন, এটি অসাধারণ একটি রোমান্টিক গান। গানের কথা, সুর ও মিউজিক ভিডিও খুবই সুন্দর। আশা করছি সবার ভালো লাগবে।
গান দুটি প্রসঙ্গে গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ২০১৪ সালে অভী তালুকদার আমার লেখা ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ গানটি গেয়েছিলেন। গান তখন দারুণ সাড়া ফেলেছিল। এবার দীর্ঘ সময় পর আবারো তিনি আমার লেখায় নতুন গান গাইলেন। অন্যদিকে ২০১৮ সালে সানি আজাদ গেয়েছিলেন আমার লেখা ‘আঁধার’ শিরোনামের গানটি। সে গানটিও তখন ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর আবারো তিনি আমার লেখা গান গাইলেন। অভী তালুকদার ও সানি আজাদের গাওয়া নতুন এই দুটি গানই অনেক ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছেও গান দুটি ভালো লাগবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঈদে রিজভীর দুই গান নিয়ে অভি ও সানি/ ঈদে অভি ও সানির কণ্ঠে রিজভীর গান/ দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন অভি ও সানি

আপডেট টাইম : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মে ২০২১
সময়ের কন্ঠ রিপোর্ট।।

প্রতিবারের মতো এবারের ঈদেও প্রকাশিত হয়েছে গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা নতুন দুটি গান। গান দুটি গেয়েছেন অভী তালুকদার ও সানি আজাদ। আর এর মাধ্যমে অভী ও সানি দুজনেই এবার দ্বিতীয়বারের মতো রিজভীর লেখা গান গাইলেন।
এর মধ্যে দীর্ঘ ৭ বছর পর আবারো মৌলিক গান নিয়ে এসেছেন অভী তালুকদার। তার গাওয়া নতুন এই গানটির শিরোনাম ‘মুর্শিদ’। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন টফি রেনার। আধ্যাত্মিকধর্মী এই গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।
‘মুর্শিদ’ গানটি প্রসঙ্গে অভী তালুকদার বলেন, আমার সর্বশেষ একক অ্যালবামের দারুণ শ্রোতাপ্রিয় গান ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ শ্রোতাদের কাছে আমাকে কাভার শিল্পীর পাশাপাশি মৌলিক গানের শিল্পী হিসেবেও পরিচিত করেছিল। সেই গানটি লিখেছিলেন স্বনামধন্য গীতিকার রেজাউর রহমান রিজভী। এবার তারই লেখা আরেকটি গান গাইবার মাধ্যমে শ্রোতারা আবারো আমার মৌলিক গান শুনতে পাবেন। আশা করবো, আমার অন্য সব গানের মতো ‘মুর্শিদ’ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।
অপরদিকে নিজের ৩১তম মৌলিক গান ‘ভালোবাসার লেনাদেনা’ নিয়ে এসেছেন সানি আজাদ। রিজভীর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। রোমান্টিকধর্মী এই গানটির শুটিং হয়েছে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে। গানটিতে মডেল হিসেবে সানি আজাদের সঙ্গে ছিলেন পুতুল। ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। গানটি ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ওম স্টার মাল্টিমিডিয়া থেকে ভিডিওসহ প্রকাশিত হয়েছে।
‘ভালোবাসার লেনাদেনা’ গানটি প্রসঙ্গে সানি আজাদ বলেন, এটি অসাধারণ একটি রোমান্টিক গান। গানের কথা, সুর ও মিউজিক ভিডিও খুবই সুন্দর। আশা করছি সবার ভালো লাগবে।
গান দুটি প্রসঙ্গে গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ২০১৪ সালে অভী তালুকদার আমার লেখা ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’ গানটি গেয়েছিলেন। গান তখন দারুণ সাড়া ফেলেছিল। এবার দীর্ঘ সময় পর আবারো তিনি আমার লেখায় নতুন গান গাইলেন। অন্যদিকে ২০১৮ সালে সানি আজাদ গেয়েছিলেন আমার লেখা ‘আঁধার’ শিরোনামের গানটি। সে গানটিও তখন ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর আবারো তিনি আমার লেখা গান গাইলেন। অভী তালুকদার ও সানি আজাদের গাওয়া নতুন এই দুটি গানই অনেক ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছেও গান দুটি ভালো লাগবে।