মমতাকে মোদির অভিনন্দন জানালেন
- আপডেট টাইম : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ২৩৮ ৫০০০.০ বার পাঠক
ভারতীয় রিপোর্টার।।
বিজেপিকে অনেকখানি পিছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অভিনন্দন বার্তায় মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে টিএমসির জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং করোনা মহামারীকে কাটিয়ে উঠতে পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা অব্যাহত রাখবে কেন্দ্র।’
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দফায় দফায় জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অনেকে। ভাঙা পায়ে কেন্দ্রের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের প্রচারের বিরুদ্ধে একাই লড়েছেন মমতা। ৮ দফা নির্বাচন শেষ হয় ২৯ এপ্রিল। আজ মধুর ফল পেলেন তৃণমূল সুপ্রিমো।
নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের নিয়ে বিন্দুমাত্র বিচলিত হননি। নিজের গড় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী তথা পূর্ব মেদিনীপুরের ‘ঘরের ছেলে’শুভেন্দু অধিকারীকে হারিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলেন তার পক্ষে অসম্ভব কিছুই নয়। যদিও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গেছেন মমতা।