বিরামপুরে ৬ একর খাস জমি উদ্ধার।
- আপডেট টাইম : ০৬:৫৫:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ৮ মে ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
মাহফুজুর রহমান বিরামপুর প্রতিনিধি(দিনাজপুর।।
গত ৬ মে, ২০২১ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নে অবৈধভাবে দখল করা ৬ একর জমি সরকারি দখলে নেওয়া হয়েছে।
আজ বেলা ১২ ঘটিকার সময় উক্ত খাস জমিতে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সরকারি দখল নিশ্চিত করেন। বিরামপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার খায়রুল আলম ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বাস্তবায়ন অফিসার কাওছার আহমেদ প্রমুখ।
অবৈধভাবে দখল করা উদ্ধারকৃত ৬ একর জমি বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের পশ্চিম জয়দেবপুর মৌজায় অবস্থিত। উদ্ধারের আগে ঐ ৬ একর খাস জমিগুলো ঐ এলাকার প্রভাবশালী মহল ও কিছু ভূমিহীন লোক সেখানে অবৈধভাবে চাষাবাদ করতেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, অবৈধভাবে দখল করা উদ্ধারকৃত খাস জমিতে দ্বিতীয় ধাপে যার জমি ও ঘর নাই এমন ভূমিহীনদের ২ শতাংশ জায়গা ও ২ রুম বিশিষ্ট আধাপাঁকা টিনসেড ঘর নির্মাণ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন এখানে দখলকৃত কোন ব্যক্তি যদি প্রকৃত ভূমিহীন হয়। তাহলে, তাঁদের কেউ একটা করে বাড়ী প্রদান করা হবে।