ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়
- আপডেট টাইম : ০৮:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
এম ডি মতিন চুয়াডাঙ্গা।।
দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ০৭/০৫/২০২১ (শুক্রবার) বিভিন্ন জায়গায় স্বাস্হ্য বিধি অনুসারে মাস্ক পরিধান না করা,স্বাস্থ্যবিধি না মানা,বাজারে চায়ের দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ স্যার। অভিযান কালে বিভিন্ন জনকে ০৮ টি মামলায় সর্বমোট ১৯০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ও অধিকাংশ কে সচেতন করা হয় এবং সেই সাথে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা করেন। অভিযান কালে সকল ক্ষেত্রে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একদল চৌকাশ পুলিশ সদস্যরা সহ কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি সাহেব এঅভিযানে সর্বাত্মক ভাবে সাহায্য করেছেন।
এছাড়া রমজানে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে ও তদারকি করেন এবং সকল ব্যবসায়ী কে রমজানে আরো দায়িত্বশীল ও মানবিক আচরণ করার জন্য অনুরোধ করেন প্রানপ্রিয় সুদীপ্ত স্যার।
পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।সকলে সতর্ক হোন। সুস্থ ও নিরাপদ থাকুন।