হিলিতে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
- আপডেট টাইম : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ২৭২ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ১০ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় থানার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপীপট্রি) এলাকার আনসার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহীদ।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহীদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা থানায় অভিযোগ করেন, ওই দিন তাদের স্বামী-স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তার ১০ বছর বয়সের শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে প্রতিবেশী রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষণ করেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামী পালাতক ছিলো। পুলিশের পক্ষ থেকে আসামীকে আটকের অভিযান অব্যহত ছিলো।
তিনি আরও জানান, আজ বুধবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভিযুক্ত বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই বেলাল ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে অদ্য দিনাজপুর বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।