ঈদ উদযাপনে ফ্যাশন হাউসগুলোর আয়োজন
- আপডেট টাইম : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ৪৯৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঈদের আনন্দের অবিচ্ছেদ্য অংশ হলো নতুন পোশাক। তাই বৈরী পরিস্থিতিতেও প্রতিবারের মতো এবারও দেশীয় ফ্যাশন হাউসগুলো নানা আয়োজনে সজ্জিত। ঋতু ও উৎসবের কথা মাথায় রেখেই বৈচিত্র্যময় বিভিন্ন
পোশাকে পরিপূর্ণ ফ্যাশন হাউসগুলো। নিত্যনতুন ডিজাইন এবং প্যাটার্ন দিয়ে সাজানো শোরুমের পাশাপাশি রয়েছে অনলাইন পেজ। এ বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করেছেন- জলি রহমান
অনলাইনে বিশ্বরঙের ঈদ আয়োজন
ঈদ মানেই হাসি আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো! আসছে রোজার ঈদ, রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের সকল পরিকল্পনা। নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। উৎসব পার্বন উদযাপনে বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক তাই নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৬ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি বিশ্বরঙের সহযোগী ব্র্যান্ড ‘ফেসরঙ’ এই ঈদে ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইন।
‘ফেসরঙ’ দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময়তায় উপস্থাপন করেছে ঈদ আয়োজনে। পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। রঙের ক্ষেত্রে উৎসব এবং ঋতুর সঙ্গে মিল রেখে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রীন, গোল্ডেনসহ সকল রঙেরই পরিমিতবোধ লক্ষ্য করা যায় সব পোশাকে।
কাপড়ের ম্যাটেরিয়াল হিসেবে সুতি, লিনেন, তাঁত প্রভৃতি কাপড়কে প্রাধান্য দেয়া হয়েছে গরমের কথা মাথায় রেখে। তবে যেহেতু উৎসবের পোশাক তাই সিল্ক, মসলিন, তসর, জর্জেট প্রভৃতি কাপড় থাকছে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে। কাজের মাধ্যম হিসাবে এসেছে এ্যাম্ব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
যে কেউ ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন www.bishworang.com ওয়েবসাইটে। ফেসবুক পেজ bishworangfanclub অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২ নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।
এক্সট্রিম অনলাইন শপ
এক্সট্রিম স্টাইল নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের এক্সক্লুসিভ ইন্ডিয়ান জর্জেট থ্রি পিস কালেকশন ও গ্রাউনের বিশাল সম্ভার। এসব পোশাকের দাম ও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। নান্দনিক এসব পোশাক কিনতে যোগাযোগ করুন এক্সট্রিম স্টাইলের অনলাইলে। বডিতে পাতলা রেশমির বিশেষ কাজ ও ফুল সুতার এ্যাম্ব্রয়ডারি কাজ রয়েছে। অর্ডার করতে ফোন করুন বা ইনবক্স করুন। এক্সট্রিম স্টাইল শপ ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করে থাকে। ০১৭৭৬০৪৯০০৮ ০১৬১১৮৮০৩২৮ বিকাশ ও নগদ । পণ্যের কোয়ালিটি যাচাই করতে চাইলে অফিসে চলে যেতে পারেন। ঠিকানা : বাসা: ২৩, রোড: ৬, ব্লক: ডি, লিফট : ৫। নিকেতন গুলশান । যোগাযোগ: Email: extremestyle0124@ gmail. com ,https:// www.facebook.com/ extremestylebd/
ঈদ আয়োজনে কৃষাণী
কৃষাণী স্বত্বাধিকারী জনাব রহিম জানিয়েছেন, আমাদের এখানে লিলেন ও কটন কাপড়ের ওপর মেশিন এ্যাম্ব্রয়ডারি ও হাতের কাজ করা ওয়ান পিছ রয়েছে। এসব ড্রেস ৩৬-৩৮-৪০-৪২-৪৪-৪৬ সাইজ করা। এ গুলোর দাম ৯০০ হতে ১৪৫০ টাকার মধ্যে। টপস রয়েছে সপট কটনের দাম ৭০০ থেকে ১২০০ টাকা। আমাদের শোরুমের ঠিকানা ২/২ ব্লক-এ। লালমাটিয়া মিরপুর রোড আড়ংয়ের পাশে। ঢাকা -১২০৭।
হাতের কাজ করা দাম ১৮৫০ হতে ২১০০/-
অন্যান্য : এ ছাড়া দেশীয় ফ্যাশন হাউজ রেড অরিজিন, ভারগো, ইস্টাসি, রিচম্যান, নগর পল্লী, ইয়োলো, ফ্রিল্যান্ড, দর্জিবাড়ি, অঞ্জন’স, ইজি, সাদাকালো, টেক্সমার্ট, স্মার্টটেক্স, ট্রেঞ্জ, ক্লাব হাউজ, জতি শাড়িজ, জেন্টালপার্ক, গ্রামীণ ইউনিক্লো, নাবিলা, মিথ, মেনজ ক্লাব এবং মেনজ ওয়ার্ল্ডসহ জনপ্রিয় ফ্যাশন হাউজগুলোর রয়েছে নিজস্ব ওয়েবসাইট। যেখানে পছন্দমতো ঈদের পোশাক অর্ডার করা যাবে। তাই ঘরে বসেই করতে পারবেন এবারের ঈদের কেনাকাটা।
অনলাইন কেনাকাটায় বাড়তি সতর্কতা
আমাদের দেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। তবে একটু অসতর্ক হলেই খোয়া যেতে পারে হিসাবের টাকা। লেনদেনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে এটি যেন পরিচিত পেমেন্ট গেটওয়ে হয়। মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কাউকে পিন বা পাস কোড বলবেন না। বাড়তি টাকা কাটার মেসেজ এলে ব্যাংকে দ্রুত জানান। কার্ডের পাস কোড দেয়ার আগে মূল্য ঠিক আছে কিনা যাচাই করে নিন। অস্বাভাবিক অফারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। ফেসবুক পেজ বা স্টোর থেকে কিনলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য নেয়া উত্তম।
নতুন রূপে সেজেছে কে ক্র্যাফট
দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্রাফট তাদের অনলাইন শপকে নতুন রূপে সাজিয়েছে। নতুন ই-কমার্স সাইটটি মোবাইল ফ্রেন্ডলি, আধুনিক এবং নেভিগেশন ফিচার ও দ্রুত কালেকশন দেখে ফেলা কেনাকাটার জন্য বেশ কার্যকরী। সহজ রিটার্ন এ্যান্ড এক্সচেঞ্জ পদ্ধতি ক্রেতার জন্য দিচ্ছে বিশেষ স্বস্তি ও নিরাপত্তা। প্রতিটি পোশাকের নানা এঙ্গেল থেকে নেয়া ফটোগ্রাফি ক্রেতাকে পছন্দের পোশাক বেছে নিতে সাহায্য করেছে। সিকিউরড পেমেন্ট গেটওয়ে নিশ্চিত হয়েছে এসএসএল কমার্সের সাভির্সের মাধ্যমে।
রোজার মাসে ১০০ ডলার এর বেশি অর্ডার করলেই, বিনা খরচে আপনার পণ্য ডেলিভারি চলে যাবে পৃথিবীর যে কোন প্রান্তে আপনার ঠিকানায়। এখন সারা বাংলাদেশ জুড়ে থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা। এ ছাড়াও বিশেষ বিশেষ ব্যাংক কার্ডে থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। ইন্টারন্যাশনাল ডেলিভারি পার্টনার হিসাবে থাকছে ডিএইচএল, ফেড-এক্স । দেশের ভেতরে ডেলিভারি দিচ্ছে সুন্দরবন কুরিয়ার, ই-কুরিয়ার ও পেপার ফ্লাই। কে ক্র্যাফট ও ইয়াংকে দুটি ব্র্যান্ডের পোশাকই এখন পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনে সজ্জিত। www.kaykraft.com .
ইজির বর্ণিল ঈদ আয়োজন
দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ পোশাক মানেই হচ্ছে নতুনত্বের ছোঁয়া । এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজিতে। বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, পাঞ্জাবি, , কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে। সেই সঙ্গে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, প্যান্ট ইত্যাদি তো থাকছেই। আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজির আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। দেশের স্বনামধন্য ব্র্যান্ড ফ্যাশন হাউস ইজি ৪ বছর যাবত অনলাইনেও সেবা দিয়ে যাচ্ছে ।
ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইজিতে। তাই আপনিও অর্ডার করতে পারেন ইজির অনলাইনে শপিংয়ে। ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেয়া আমাদের মূল লক্ষ্য । ক্রেতাদের উদ্দেশ্যে বলছি স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা কারুন। আপনি চাইলে বিকাশে পেমেন্ট করতে পারবেন। ঢাকা ছাড়াও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শোরুম রয়েছে।
যোগাযোগ : ০২-৯৩৫৬৬৭৩;
ফেসবুক,পেজ : https://www.facebook. com/easyfashionltd.bd/