সংবাদ শিরোনাম ::
জোসনার আলো
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ নাসির উদ্দিন (ভূইয়া)।।
তুমি এমন এক পৃথিবী দাও,
যেখানে অনন্তকাল জোসনার আলো।
সেই আলোতে ভিজবো দুজন,
শুধু তোমায় ভাসবো ভালো।
আমারই বিশ্বাষ তোমার সাথে
সেতো রেখেছি বেধে।
প্রেমের তানপুরায়,
তোমারই সুরে সুরে।
নিয়েছি সেধে,
ভালোবাসি চারটি বর্ন।
কত্তো সহজ বলা,
ভালোবাসা চার অক্ষর।
কত্তো কঠিন ভোলা,
মন সখি চায় যারে।
বিধি কি মিলায় তারে
আরো খবর.......