মঠবাড়িয়ায় শিশু পুত্র হত্যার অভিযোগে সৎ মা ও বাবাসহ গ্রেফতার ৩
- আপডেট টাইম : ১২:২২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১ মে ২০২১
- / ২৯৭ ৫০০০.০ বার পাঠক
পিরাজপুর রিপোর্টার॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় হামজালা নামে ৫বছরের এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে সৎ মা ও বাবাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিহত হামজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হল নুরনবী জুয়েল (৩৫) সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫)। গ্রেফতারকৃত জুয়েল শহরের ৩ নং ওয়ার্ডের স্লুইজগেট এলাকার ইউসুব মোল্লার পুত্র।
মামলা সূত্রে জানাগেছে, স্টীল মিস্ত্রি জুয়েলের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হবার পর শিশু হানজালা নানীর কাছে বেড়ে উঠছিল। গত ১৪ এপ্রিল শিশু হামজালাকে বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করেন। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর শিশুটির লাশ এম্বুলেন্সে করে গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে পালিয়ে যায় নির্দয় পাষন্ড বাবা ও সৎ মা ।
মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেফতার করা হয়েছে। তারা ওই ঘটনার পর পলাতক ছিল।