ভারত ফেরত ৯৯ বাংলাদেশীকে নড়াইলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে
- আপডেট টাইম : ১২:১৯:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১ মে ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
নড়াইল রিপোর্টার।।
ভারত থেকে ফেরত আসা ৯৯জন বাংলাদেশীকে বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ৩০ এপ্রিল সন্ধ্যায় পুলিশ প্রহরায় যশোর থেকে নড়াইলে আনা হয়েছে। তাদেরকে নড়াইল পৌরসভাস্থ দূর্গাপুরের কারিকারী প্রশিক্ষন কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার দুপুরে নড়াইল কারিকারী প্রশিক্ষন কেন্দ্রে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার প্রমুখ। জেলা প্রশাসক জানান, নড়াইলে মোট ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে ৯৯জন চলে এসেছে।
এদের খাওয়া থাকাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। নিরাপত্তা সর্ম্পকে পুলিশ সুপার বলেন, নড়াইল কারিকারী প্রশিক্ষন কেন্দ্রের চারপাশে প্রাচীর আছে। গেটে ২৪ঘন্টা আনসার থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে যাতে বাইরে থেকে কোন অসুবিধা না হয়। অপর দিকে এদেরকে পুলিশ প্রহরায় যশোর থেকে নড়াইলে আনা হয়েছে।