পাথরঘাটা উপজেলায় গৃহীত অদ্যকার কার্যক্রমঃ
- আপডেট টাইম : ১১:৪৫:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
মোঃ নূরুল আমিন মল্লিক
বরগুনা জেলা প্রতিনিধি।।
আজ বুধবার ২৮ শে এপ্রিল, সকালে
চলমান ডায়রিয়ার প্রাদুর্ভাব রোধকল্পে বরগুনা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান এর পক্ষ থেকে পাথর ঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানার বরাবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাথরঘাটায় ২০০ পিস কলেরা স্যালাইন হস্তান্তরিত হয়। এছাড়াও
পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাড়ে তিন হাজার লিটার সুপেয় পানি সরবরাহ করা হয়। উল্লেখ্য এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও বিশেষ ভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করে এবং ভ্রাম্যমাণ আদালত বসান। স্বাস্থ্যবিধির না মানার কারণে এতে প্রায় ৮টি দোকানের জরিমানা করা হয় প্রায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা সুলতানা সময়ের কন্ঠকে জানান,ডায়রিয়া ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের কঠিন লকডাউন পালন মাস্ক ব্যবহারে বাধ্যকতা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বেশ নজরধারী সহ নিত্যপ্রয়োজনীয় ও কাঁচামাল দ্রব্যের উপরে বাজার মনিটরিং অব্যহত থাকবে।