পুলিশ কর্মকর্তার নিজ হাতে দুস্থ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন
- আপডেট টাইম : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ৩২০ ৫০০০.০ বার পাঠক
বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রাম
আড়াই হাজার দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে চট্টগ্রাম নগর পুলিশ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে আড়াই হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে শাহ আবদুর রউফ বলেন, নগর পুলিশের দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় বসবাসরত আড়াই হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল ও সাবানসহ মোট সাড়ে ১২ কেজির একটি প্যাকেট বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হচ্ছে